প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা
সাদাকালো নিউজ
খুলনার সেই আলোচিত এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার দেহ উদ্ধার করা হয়েছে। প্রেমিককে ভিডিও কলে রেখে জান্নাতুল নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে জানিয়েছে তাঁর মা।
গেল শুক্রবার ভোর পাঁচটার দিকে রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের নবম তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। জান্নাতুলের মা সানজিদা নাহার জানান, তিনি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে। আমাদের একমাত্র মেয়ে ছিলো এশা। সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পর আর কোথাও ভর্তি হয়নি এশা।
মা সানজিদা নাহার অভিযোগ করে বলেন, প্লাবন ঘোষ নামের এক ছেলের সঙ্গে ৮ মাস প্রেমের সম্পর্ক ছিল এশার। ৩ মার্চ রাত ৯টায় এশা তার মাকে বলে প্লাবন নিচে এসেছে। এই বলে সে বাইরে চলে যায়। শুনেছি প্লাবনের বাসা কলাবাগানে। সেখানেও গিয়েছিলো এশা। তিনি জানান, পরে এশাকে গাড়ি দিয়ে বাসায় নামিয়ে দিয়ে যান প্লাবন। রাত ৩টায় বাসায় ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয় এশা। এশার বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছি, প্লাবনের সঙ্গে এশার বাগবিতণ্ডা হয়েছিলো।
জান্নাতুলের মা আরও বলেন, সকালে মেয়ের কক্ষের দরজায় ধাক্কা দিয়ে সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখা যায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে তার দেহ। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে চলে যান জান্নাতুল। সানজিদা নাহারের অভিযোগ, পরে ভিডিও কলে প্লাবনের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটির একপর্যায়ে নিজেকে শেষ করে দেন এশা। সকালে তার দরজা নক করে কোনও সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে এশার দেহ।