অবশেষে জায়েদ খানের সঙ্গে শপথ নিলেন যারা
নাফিজা আক্তার
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে বহু নাটকীয়তার পর অবশেষে শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী আরও পাঁচ সদস্য। গেল শুক্রবার বিকেলে বিএফডিসির স্টাডি রুমের সামনে খোলা মাঠে এ শপথ অনুষ্ঠান হয়। শপথ পড়ান সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।
এদিন টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক জায়েদ খান। একইসঙ্গে সহ-সভাপতি হিসেবে মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য সূচরিতা ও অরুণা বিশ্বাসও শপথ নিয়েছেন।
শপথ পড়ানোর আগে সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি এখানে এসেছি আদালতের সিদ্ধান্ত মেনে। জায়েদকে বলেছিলাম, যদি আদালতের সিদ্ধান্তের কপি দেখাতে পারো, তাহলে তোমাকে শপথ পড়াব। যেহেতু আদালত সিদ্ধান্ত দিয়েছেন, তাই আইন মেনেই তাকে এবং বাকিদের শপথ পড়াতে এসেছি।’
শপথ গ্রহণ শেষে জায়েদ খান সভাপতি ইলিয়াস কাঞ্চনের অনুমতি নিয়ে বাকি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর সকলে মিলে সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন। মিশা-জায়েদ প্যানেল থেকে এর আগে শপথ নিয়েছিলেন কার্যনির্বাহী সদস্য পদে জয়ী চিত্রনায়িকা অঞ্জনা। গত ১৬ ফেব্রুয়ারি তাকে শপথ পড়ান সভাপতি ইলিয়াস কাঞ্চন। এই প্যানেল থেকে জয়ী সহ-সভাপতি চিত্রনায়ক রুবেল, কার্যনির্বাহী সদস্য রোজিনা, মৌসুমী ও চুন্নু শুক্রবার শপথে অংশ নেননি।