মাত্র ৬৪ মিনিটে রাশিয়াকে হারিয়ে ইউক্রেনের ‘প্রতিশোধ’
সাদাকালো নিউজ
ইউক্রেনের টেনিস তারকা এলিনা সভিতোলিনা। খেলতে নেমেছিলেন মন্টেরি ওপেনের ম্যাচ। গায়ে জড়িয়েছিলেন দেশের পতাকার রঙে কড়া হলুদ আর নীলরঙা পোশাক। প্রতিপক্ষ ছিলেন রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভা।
চলতি সময়ে দুই দেশের সংকটের সময় রুশ প্রতিপক্ষের মুখোমুখি হয়ে বাড়তি উত্তেজনা আসবে এটাই যেন স্বাভাবিক। সভিতোলিনার সে স্ফুলিঙের সঙ্গে পারলেন না রাশিয়ার পোতাপোভা। ইউক্রেনের প্রতিযোগী সভিতোলিনা জিতলেন মাত্র ৬৪ মিনিটে, দেখালেন অন্যরকম এক দৃঢ়তা।
মাঠে নেমে রুশ প্রতিপক্ষের মুখোমুখি হয়ে রীতিমতো মারকুটে মেজাজে ছিলেন ইউক্রেনের এই টেনিস তারকা। প্রথম থেকেই রুশ প্রতিপক্ষ পোতাপোভাকে বিন্দুমাত্র সুযোগ দেননি তিনি, মাত্র ৬৪ মিনিটে জিতে নিয়েছেন ম্যাচ। স্কোরলাইনে চোখ রাখলে বোঝা যায় তার দাপুটে মনোভাবটা। জিতেছেন সরাসরি সেটে, ৬-২, ৬-১ গেমে।
ম্যাচ শেষে বুক চাপড়ে দেশের প্রতি নিজের ভালোবাসা এবং নিবেদনের জানান দেন তিনি।