কামাখ্যা মন্দিরে অপু বিশ্বাস
নাফিজা আক্তার
ভারতের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দির। সেখানে পূজা দিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করে। এবার মন্দিরটিতে পূজা দিতে গেলেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে ভারতে অবস্থান করছেন এই নায়িকা। বুধবার আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করছেন তিনি। তারই এক ফাঁকে পূজা দিলেন গুয়াহাটির কামাখ্যা মন্দিরে।
জানা যায়, আগরতলা ছাড়াও এই সফরে গুয়াহাটি, শিলংসহ আশেপাশের কয়েকটি স্থানে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তার সঙ্গে আরও রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও গায়িকা মমতাজ। কামাখ্যা মন্দিরে প্রায় দেড় ঘণ্টা প্রার্থনা করেছেন বলে দেশের একটি গণমাধ্যমকে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ছোটবেলা থেকে এই মন্দিরের নাম শুনে আসছি। আমার বাবা-মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরটা দর্শন করার। কিন্তু তারা আর আমাদের মাঝে নেই। আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।
অপু বিশ্বাস এখন কলকাতায় আছেন। সব ঠিক থাকলে আগামীকাল সকারে দেশে ফেরার কথা রয়েছে তার। ফিরেই রংপুর যাবেন তিনি। এদিন দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পা রাখবে তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’। রংপুর নগরীর শাপলা টকিজে দর্শকদের সঙ্গে হলে বসে সিনেমাটি উপভোগ করবেন অপু বিশ্বাস।