এবার নিপুনকে এক হাত নিলেন জয়!
Loading advertisement...
Preload Image
Up next

আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে: আইনমন্ত্রী

Cancel
Auto Next
0 Comments

এবার নিপুনকে এক হাত নিলেন জয়!

নাফিজা আক্তার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুন আক্তারের মধ্যকার দ্বন্দ্ব এখনও শেষ হয়নি। এর মধ্যেই জায়েদ খান ও জয় চৌধুরীর বিরুদ্ধে নতুন এক অভিযোগ এনেছেন নায়িকা নিপুন। ইউটিউব ও ফেসবুকে জায়েদ টাকা দিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন নিপুন। অন্যদিকে জায়েদকে এসব কাজে তরুণ অভিনেতা জয় চৌধুরী সহায়তা করছেন বলে দাবি করেন নিপুন। তাই তাদেরকে এসব নোংরামি বন্ধ করতে বলেন তিনি।

নিপুনের এই অভিযোগ নিয়ে জয় বলেন, গত ১৫ দিন ধরে আমি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছি। কাউকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কাজের সময় আমার নেই। উনি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেটি ভিত্তিহীন। আর এসব কাজ যে কন্টাক্ট করে করা যায়, সে সম্পর্কে আমার ধারণা ছিলো না। তিনি আরও বলেন, গত ৪ তারিখ থেকে এক পশলা বৃষ্টি, প্রেম প্রীতির বন্ধন নামে দুটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছি। এসব ফালতু বিষয় নিয়ে ভাবার সময় নেই। আর টাকার বিনিময়ে এসব নোংরা কাজ করার প্রশ্নই উঠে না। ভালোবাসার জন্য জীবন দিয়ে দিবো তবুও এসব নোংরা কাজ করবো না। টাকার বিনিময়ে আমাকে কেনার মতো লোক পৃথিবীতে এখনো জন্মায়নি।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিত্রি নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন নিপুন ও জায়েদ খান। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গণনাতেও তিনি জয় পান। পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুন। সেই প্রেক্ষিতে পদটি নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়।