রাশিয়া কি ইউক্রেন দখল করতে যাচ্ছে?
নাফিজা আক্তার
ইউক্রেনকে ঘিরে ইউরোপে উত্তেজনা এখন চরমে। এর একদিকে আছে রাশিয়া, যারা ইউক্রেনের সীমান্তে লাখখানেক সেনা সমাবেশ ঘটিয়েছে বলে দাবি পশ্চিমা দেশগুলোর। এর পাল্টা ন্যাটো জোটও তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ইউরোপ আবার একটি বড় আকারের দ্বন্দ্বের মুখোমুখি হচ্ছে এমন শঙ্কা অনেকেরই।
এ পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য আরও ভয়াবহ। তারা সতর্ক করে জানিয়েছে, আক্রমণের দুদিনেই ইউক্রেন দখল করতে সক্ষম হবে রাশিয়া। সেই সঙ্গে রুশ সেনাদের আক্রমণে দুনিয়া ছেড়ে যাবে দেশটির কমপক্ষে ৫০ হাজার বেসামরিক মানুষ। আক্রমণের লক্ষ্যে নিজেদের ৭০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে রাশিয়া, দাবি মার্কিন কর্মকর্তাদের। রাশিয়াকে রুখতে পোল্যান্ড পৌঁছেছে মার্কিন সেনাদের প্রথম দল।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পুতিন পশ্চিমকে সতর্ক করার জন্য একটি পারমাণবিক মহড়ার পরিকল্পনা করছেন। শুধু তাই নয়, রুশ সেনাদের আক্রমণে দুদিনেই পরাস্ত হবে ইউক্রেন। এই অল্প সময়ের মধ্যেই দেশটির অর্ধলাখ মানুষ না ফেরার দেশে পাড়ি জমাবে। শরণার্থীতে পরিণত হবে প্রায় ৫০ লাখ মানুষ। রাশিয়া সাধারণত তীব্র শীতে তাদের বার্ষিক পারমাণবিক মহড়া চালায়। তবে আমেরিকা বিশ্বাস করে পুতিন রুশশক্তি প্রদর্শনের জন্য সেই কর্মসূচি এগিয়ে এনেছেন।