আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ইশান কিষাণ
নাফিজা আক্তার
আইপিএলের চলমান নিলামে অনেক নাটকীয়তা ছিল। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানসহ অনেক তারকা অবিক্রীত থেকেছেন। আবার অনেকে পেয়েছেন অধিক মূল্য। ভারতীয় তারকা ইশান কিষাণ এবারের আইপিএলের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার।
১৫ কোটি ২৫ লাখ রুপিতে এই বাঁহাতি হার্ড হিটারকে দলে ফিরিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইশান কিষাণের আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্স আইয়ারকে কিনে নিয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপিতে।
দুই কোটি রুপির বেস প্রাইসের ইশানের জন্য দর হাঁকে মুম্বাই। লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব কিংস। এই প্রথম কোনো ক্রিকেটারের জন্য নিলামে ১০ কোটি টাকার বেশি দর হাঁকে মুম্বাই। সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে দর হাঁকে। শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লাখ রুপিতে মুম্বাই দলে নেয় ইশানকে। আইপিএলের নিলামের ইতিহাসে ভারতের সব থেকে দামি উইকেটকিপার হলেন ইশান।