আল্লুর প্রেমে আলু!
নাফিজা আক্তার
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা দিয়ে ঝড় তুলেছেন ভারতের জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন। তার এই সিনেমা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই সিনেমায় আল্লুর বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে চর্চা হচ্ছে ঘরে-বাইরে সবখানে।
কেবল সাধারণ মানুষ নন, তারকারাও এখন মুগ্ধ চোখে লাল চন্দনকাঠের কারবারি ‘পুষ্পা রাজ’কে দেখেন। দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলি তারকা আলিয়া ভাটও। কেবল তাই নয়, পর্দায় তার সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে কি আলিয়া-আল্লু এবার জুটি হিসেবে দর্শকদের সামনে আসবেন? সিনেমাটির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছেন, তিনি আল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী।
আলিয়ার কথায়, ‘আমার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছে। সবাই এখন আল্লু অর্জুনের ভক্ত! তাদের একটিই প্রশ্ন, আমি কবে আল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব?’ আলিয়ার কথায় জানা গেল, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকা হয়। দুই নাম মিলিয়ে ভাট পরিবারের প্রশ্ন, ‘আলু, তুমি আল্লুর সঙ্গে কবে কাজ করবে?’ উত্তরে আলিয়া, ‘সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি!’