পরিচয় মিলেছে পাপিয়ার সঙ্গে থাকা সেই ২ যুবকের!
নাফিজা আক্তার
পুরান ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নারী পুলিশ সদস্যদের বিশ্রামকক্ষে দুই যুবকের সঙ্গে ‘গোপন বৈঠক’ করার অভিযোগ উঠেছে দণ্ডিত আসামি শামিমা নূর পাপিয়ার বিরুদ্ধে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে এমন ঘটনা ঘটে। ওই যুবক কারা, কী উদ্দেশে তারা পাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন তা জানা যায়নি।
পাপিয়ার সঙ্গে এই দুই অপরিচিত যুবকের বিষয়ে নানান মহলে নানা ধরনের মন্তব্য আসলেও প্রথমদিকে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য না মিললেও এ বিষয় খোলাসা করেছেন পাপিয়ার আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, সেই দুই যুবক কারা ছিলেন, তিনি নিশ্চিত না হলেও ধারণা করছেন তারা পাপিয়ার ছোট দুই ভাই।
তিনি জানান, সেদিন তিনি আদালতে ছিলেন না। সে কারণে কী ঘটেছে, তা তিনি জানেন না। তবে পাপিয়ার ছোট ভাই মাঝেমধ্যে আদালতে আসতেন। পাপিয়াকে হাজতখানা থেকে আদালতে তোলার পর তিনি বোনের সঙ্গে কথা বলেন।
এদিকে এমন ঘটনায় আদালত পুলিশের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তাঁরা হলেন, ওই আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবদুল হাকিম ও উপপরিদর্শক নৃপেণ কুমার বিশ্বাস।