প্রপোজ ডে: প্রেমের প্রস্তাব দেয়ার আগে, যা করবেন
সুলতানা জাকিয়া
রোজ ডে তে নিজের কাছের মানুষের হাতে গোলাপ তুলে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন সপ্তাহ। দ্বিতীয় দিনে আসে ‘প্ৰপোজ ডে’। এই দিনে, যুগলরা একে অপরকে নিজের মনের কথা জানান। ভাগ করে নেন হৃদয়ের অনুভূতি। সাধারণত ছেলেরাই প্রথম ভালোবাসার কথা জানান। তবে দিন বদলেছে। এখন নিজের ভালোবাসার কথা মনের মানুষকে জানাচ্ছেন অনেক মেয়েই।
যদিও আজকের এই দিনে প্রেমের প্রস্তাব দেয়া নিয়ে কোনো নির্ভরযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। সে যায় হোক, ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমের প্রস্তাব দেয়ার বিষয়টি একটু বেশিই রোমান্টিক।
ভালোবাসার মানুষ হিসেবে কাউকে চাওয়ার আগে, অবশ্যই তার সম্মতি প্রয়োজন। আর তার এই সম্মতি আদায় হতে হবে, খুব শালীন ও সুন্দর উপায়ে। তাই মনের মানুষকে মনের কথা জানানোর জন্য বেছে নিতে পারেন, ৮ ফেব্রুয়ারিকে।
এখন প্রশ্ন হল, ভালোবাসার মানুষকে নিজের মনের কথা বলবেন কিভাবে? নিজের ব্যক্তিত্ব অনুযায়ী, আংটি কিংবা সুন্দর কোনমুহূর্ত উপহার দিন ভালোবাসার মানুষকে। জানিয়ে দিন নিজের মনের না বলা কথা। এমনকি চিঠি লিখেও প্রকাশ করতে পারেন মনের ভাব।
একজনকে ভীষণ ভালোবাসেন। তবে কিছুতেই মুখ ফুটে বলতে পারছেন না। হতাশ হবেন না। আপনি একা নন, এমন অনেকেই আছেন আপনার দলে। যাদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না।
এই যেমন, জন মাইকেলও লাফালিনকে ভালোবাসার কথা বলতে পারেননি। তাই লাফালিনের জানা হয়নি তাকে একজন কতো বেশি ভালোবাসে। তাকে ভালোবাসার কথা যখন জানতে পারেন, ততোদিনে অনেক দেরি হয়ে গেছে। আর কেউ যাতে ভালোবাসার প্রস্তাব দিতে দেরি না করেন, সেজন্য প্রপোজ ডে নামের এই বিশেষ দিনটির প্রচলন করেন লাফালিন।
অনেকেই দিনটি পালন নিয়ে সমালোচনা করে থাকেন। তাদের ভাষ্য প্রেমের প্রস্তাব দেবার জন্য আলাদা ঋতু, দিন বা বিশেষ সময় কেন লাগবে? প্রেম চিরন্তন। তাই যেকোনো মুহূর্তই প্রেমের জন্য আদর্শ। তবে, সমালোচনাকে পাশ কাটিয়ে বলায় যায়, প্রেম নিবেদনের জন্য একটি বিশেষ দিন, প্রেমের মহিমাকে আরও কিছুটা বাড়িয়ে দেয়। দোষ কি একটি দিন না হয়, থাকলোই আলাদা?
অনেকেই বলেন ২০ মার্চ বা ২০ সেপ্টেম্বরকে প্রপোজ ডে বলেছিলেন লাফালিন। ৮ ফেব্রুয়ারি নয়। তবে, তারিখ যাই হোক না কেন! পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দিয়েই দিন। আর যদি সাহস না হয়ে ওঠে, চিন্তা কি? যেকোনো দিন, যে কোনো সময়ই, মনে সাহস নিয়ে প্রিয়জনকে বলে দিন- ‘ভালোবাসি’।