উইন্ডসর প্রাসাদের রক্ষীর সামনে নায়িকার কুরুচিপূর্ণ নাচ!
নাফিজা আক্তার
ছবি অথবা ওয়েব সিরিজে খুব বেশি দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব অভিনেত্রী আদা শর্মা। নানা ধরনের রিল শেয়ার করে অনুরাগীদের মাতিয়ে রাখেন সব সময়। নায়িকার সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যাবে, তিনি এখন ঘুরছেন ইংল্যান্ডে, সেখানে চুটিয়ে মজাও করছেন অভিনেত্রী।
ইংল্যান্ডের উইন্ডশর প্রাসাদেও ভ্রমণ করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে মজার ছলে একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছেন অভিনেত্রী। এ কারণে নেটাগরিকরা তাকে ‘বাজে ট্যুরিস্ট’ বলে আখ্যায়িত করেছেন।
বলিউডের এই অভিনেত্রী উইন্ডসর প্রাসাদে গিয়ে লাল ইউনিফর্ম পরা প্রাসাদের নিরাপত্তারক্ষীর পাশে দাঁড়িয়ে এমন অঙ্গভঙ্গী করে ভিডিও করলেন, যাতে করে তাঁর অনুরাগীরা নায়িকার উপর কঠিন ভাবে চটেছেন।
সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় হওয়ায় উইন্ডসর ক্যাসেল থেকে একটি রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আদা শর্মা নিজেই। ভিডিওতে দেখা যায়, তার পরনে রয়েছে বেইজ রঙের একটি ওভারকোট। প্রাসাদের নিরাপত্তারক্ষীর পাশে দাঁড়িয়ে হাত-পা নেড়ে, কখনো কোমর দুলিয়ে এমনকি ক্যামেরার সামনে পেছন দেখিয়ে নাচেন অভিনেত্রী।
নায়িকার এমন কার্যকলাপে প্রাসাদের নিরাপত্তারক্ষী এতোটাই বিরক্ত হন যে, মুখে কোনো কথা না বলে নিজেই সেখান থেকে সরে দাঁড়ান। আর এমন ভিডিও দেখেই ভারতীয় অভিনেত্রীর নিন্দায় সরব হয়েছেন নেটজনতা। অনেকে মন্তব্য করেছেন ‘এটি মূর্খামির চূড়ান্ত পর্যায়’।
আবার কারও মন্তব্য, ‘এটা খুব খারাপ। নিরাপত্তার দায়িত্বে থাকা ওই দ্বাররক্ষীকে নিয়ে বিদ্রুপ করা একেবারেই উচিত হয়নি।’ কেউ আবার বলেছেন, ‘এটা আসলে একজন বাজে পর্যটকের পরিচয়। এদের জন্যই আন্তর্জাতিক ভাবে ভারতীয়দের অপমানের মুখোমুখি হতে হয়।’
কিছুদিন আগে খোলামেলা পোশাক পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন আদা। ভিন্ন ভিন্ন পোজ দিয়ে তিনটি ছবি পোস্ট করেছিলেন আদা। প্রতিটি ছবিই তুমুল ভাইরাল হয় নেটদুনিয়ায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘নিজের জন্য মনের মানুষ খুঁজছি।’