ভাতিজি আইভীর মাথায় চাচা তৈমূরের হাত
রাকিবুল ইসলাম
দেশে নির্বাচনের আগে-পরে অপ্রীতিকর ঘটনা যখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে ঠিক সে সময় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। এই নির্বাচনে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেমন ছিলো না তেমনি ছিলো না গুরুতর কোনো অভিযোগ।
এর মধ্যে ভোটের পরদিন সোমবার (১৭ জানুয়ারি) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকারের দুটি ছবি। একটি ছবিতে দেখা যায় মেয়র পদে পরাজিত তৈমূর আলম খন্দকারকে মিষ্টিমুখ করাচ্ছেন হ্যাট্রিক করা মেয়র আইভী।
এই ছবি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর আরও একটি ছবি ভাইরাল হয় ফেসবুকে। যেটিতে দেখা যায় মিষ্টি মুখ করার পর পাশের চেয়ারে বসিয়ে ‘ভাতিজি’ আইভীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বিএনপি নেতা তৈমূর আলম।
অনেকে এই দুটি ছবি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে লিখেছেন, এমন ছবি ইতিবাচক রাজনীতির প্রতিকৃতি। কেউ বলছেন, রাজনৈতিক অঙ্গন ছবির মতো এমন সুন্দর দেখতে চান।
এর আগে বিকেল চারটার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের মাসদাইর এলাকায় বিএনপি নেতা তৈমূরের বাসায় যান মেয়র আইভী। সেখানে তারা একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় নগরের উন্নয়নে ‘চাচা’ তৈমূরকে পাশে চান আইভী। পরে আইভীর মাথায় হাত রেখে তৈমূর বলেন, ‘যেকোনো বিপদে আপদে অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত থাকবে।’
পরে আইভী বলেন, ‘চাচার নির্বাচনী এজেন্ডাগুলো আমি বাস্তবায়ন করার চেষ্টা করবো। চাচা আমাদের অভিভাবকের মতো। আমাদের সম্পর্কটা পারিবারিক। চাচা ব্যস্ত থাকলে ফোনে চাছীর সঙ্গে কথা হয়।’
রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটিতে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হয়। সিটি করপোরেশনের ১৯২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আইভী নৌকা প্রতীকে পান এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পান ৯২ হাজার ১৬৬ ভোট। এ নিয়ে আইভী টানা তৃতীয়বার নারায়ণগঞ্জের মেয়র হলেন।