একটি ভিডিও ক্লিপে তছনছ মধুমিতার জীবন!
নাফিজা আক্তার
বর্তমান সময়ে টালিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল করে এই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতেও।
রোববার (১৬ জানুয়ারি) ‘উত্তরণ’ নামে একটি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ পেয়েছে। সেখানে অভিনয় করেছেন মধুমিতা সরকার। ট্রেলারটিতে দেখা গেছে, নতুন বিয়ে করেছেন মধুমিতা। স্বামীকে নিয়ে সুখের সংসার। একটি স্কুলে শিক্ষকতা করেন। দেখতে সুন্দর বলে শিক্ষার্থীদের কাছে তিনি নায়িকার মতো। এ কারণে সবার কাছেই তার আলাদা কদর।
কিন্তু হঠাৎ করে তার শারীরিক সম্পর্কের একটি ভিডিও ছড়িয়ে পরে নেট দুনিয়ায়! এর ফলে তছনছ হয়ে যায় নায়িকার জীবন। ওয়েব সিরিজটির ভিডিও ক্লিপে ঠিক এমনটাই পাওয়া গেছে ইঙ্গিত। একটি প্রশ্ন দিয়ে ট্রেলারটি শেষ হয়েছে। আর সেটা হল- আপনার জীবনে যদি এমনটা ঘটে, তাহলে আপনি কী করতেন?।
ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জি। এতে মধুমিতা সরকারকে দেখা যাবে পর্ণা চরিত্রের ভূমিকায়। আর তার স্বামী অভির চরিত্রে আছেন রাজদীপ গুপ্ত। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, মিঠু চক্রবর্তী।
আগামী ২৬ জানুয়ারি ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পাবে সিরিজটি। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘বটতলা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘উত্তরণ’। সিরিজটিতে সাইবার অপরাধের পরিণাম দেখানো হয়েছে। একইসঙ্গে দেখা যাবে একজন নারীর সম্মান ফিরে পাওয়ার লড়াই।
মধুমিতা সরকারের অভিনয় জীবন শুরু হয় ছোট পর্দার মাধ্যমে। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। বর্তমানে তিনি বড় পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন মধুমিতা।