রাকুল প্রীতের সবটাই খোলামেলা!
নাফিজা আক্তার
প্রেম নিয়ে লুকোচুরি করা যেন তারকাদের স্বভাব। কোনো ভাবেই যেন সম্পর্কের কথা প্রকাশ না হয়, সে জন্য বাড়তি সতর্কে থাকেন তারা। তাই তাদের প্রেম নিয়ে প্রায় সারাক্ষণ এক ধরণের ফিসফাস চলে। অল্প কিছু হলেই চারিদিকে ছড়িয়ে পরে গুঞ্জন কিংবা গুজব।
তবে বলিউড ও দক্ষিণি অভিনেত্রী রাকুল প্রীত সিং একেবারেই ঠিক তার উল্টো। তার জীবনে ফিসফাস কিংবা গুঞ্জন বলে কিছু নেই। সম্পর্ক নিয়ে নেই কোন রাখঢাক। তার মতে, গোপন নয়, সব কিছুই থাকবে খোলামেলা, যেমন বইয়ের খোলা পাতা।
তাই তো রীতিমত ঢাকঢোল পিটিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, পরিচালক জ্যাকি ভগনানির সঙ্গে তার প্রেমের খবর। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রাকুল বলেন, ‘এই ব্যাপারে মুখ একদম খোলা আমার। কিছুই গোপনে রাখব না। আমরা দুজনই বিশ্বাস করি, ভক্তদের কাছে আমাদের এই সম্পর্ক গোপন করা ঠিক নয়। আপনার কোনো সম্পর্কে থাকলে নিজেদের সম্মান করা গুরুত্বপূর্ণ। শুধু তা-ই নয়, এই সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করাও উচিত। আমরা সবাই জানি, অনেক জুটি তাদের প্রেমের কথা গোপন করেন। কিন্তু আমাদের চিন্তা এমন নয়।’
রাকুলের জন্মদিনে প্রেমিক জ্যাকি সামাজিক যোগাযোগমাধ্যমে কবিতা লিখেছেন সে কবিতা নিয়ে আপ্লুত তিনি। রাকুল বলেন, ‘আমি জানতামই না সে আমার জন্য একটা কবিতা লিখে ফেলবে। তবে এটা জানতাম, সে আমাকে সবার সামনেই জন্মদিনের শুভকামনা জানাবে। আমি ভেবেছিলাম, সে শুধু ‘শুভ জন্মদিন’ লিখবে। আমি সত্যিই জানতাম না, আমার জন্য সে এ রকম কাব্যে ভরা বার্তা পাঠাবে। আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম।’
নিজেদের প্রেম নিয়ে বেশ সিরিয়াস রাকুল। নিজেদের সম্পর্ক অটুট রাখতে সতর্ক তিনি। তার মতে, মা, বাবা, ভাইয়ের মতো পছন্দের মানুষটিও জীবনের একটি অংশ। তাদের মতোই সে জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একজন। তাই ভালোবাসার মানুষকে নিয়ে খবরে আসতে চান না রাকুল।
জ্যাকির সঙ্গে রাকুলের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পরে। এমন খবর উড়িয়ে দিয়েছেন রাকুল প্রীত সিং। তারা যখন গাঁটছড়া বাঁধবেন তখন জানাবেন। আপাতত কাজে মনোযোগ দিতে চান তিনি।
বর্তমানে রাকুলের হাতে ছয়টি চলচ্চিত্র আছে; বছরের প্রথমভাবে চারটি চলচ্চিত্র মুক্তির সম্ভাবনা আছে। এর মধ্যে জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’, অমিতাভ বচ্চন ও অজয় দেবগনের সঙ্গে ‘রানওয়ে ৩৪’, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ডক্টর জি’, ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘থ্যাংকস গড’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রাকুল।
২০০৯ সালে দক্ষিণ ভারতের ‘গিলি’ সিনেমায় অভিনয়ের মধ্যে অভিষেক ঘটে রাকুলের; তামিল, তেলেগু ও হিন্দি ভাষার দুই ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এক দশকের ক্যারিয়ারে ফিল্মফেয়ার পুরস্কারসহ কয়েকটি পুরস্কার পেয়েছেন রাকুল।