মাঘের সকালে ভাইরাল শ্রাবন্তীর গোসলের ছবি
নাফিজা আক্তার
টলিউডে বর্তমান সময়ের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিতর্ক যেন তাকে কোনোভাবেই পিছু ছাড়ে না। আবার সেই বিতর্কে মাঝেমধ্যে নায়িকা নিজেও ঘি ঢেলে দেন। তিনবার বিয়ে, নতুন প্রেম, রাজনৈতিক ক্যারিয়ার সব নিয়ে তাকে ঘিরে নেটিজেনদের আলোচনা আর সমালোচনা চলতেই থাকে। কিন্তু কোনো বিতর্ক নিয়েই মাথা ঘামান না এই অভিনেত্রী।
১৬ জানুয়ারি তাকে নিয়েও সরগরম সোশ্যাল মিডিয়া। এদিন বাথরুমে গোসল করা অবস্থায় একটি ছবি পোস্ট করেন নায়িকা। ফেনাভর্তি শরীর নিয়ে জলে ডুবে রয়েছেন অভিনেত্রী। সেই ছবিতে শ্রাবন্তীর বাঁকা চাহনি ধুকপুকানি বাড়ায় রীতিমত ভক্তদের চমকে দিয়ে
এদিন বাথটবে শুয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। গা ভর্তি ফেনা, আবক্ষ জলে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। তার বাঁকা চাহনি ধুকপুকানি বাড়ায় ভক্ত মনের। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেন, ‘ফ্রেশ মর্নিং’।
মাঘের সকালে শ্রাবন্তীর এমন ছবি দেখে চমকে গেছেন তার ভক্তরা! নায়িকার কমেন্ট বক্স বন্ধ করার আগেই সেখানে উপচে পড়ে মন্তব্য। কেউ লিখেছেন, ‘বাবা এতো সকালে স্নান, তোমাকে দেখে আমার ঠাণ্ডা লাগছে’। কেউ কেউ আবার দুষ্টুমিতে ভরা মন্তব্য করেছেন, ‘একটু ফেনাটা সরাও না’।
এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন শ্রাবন্তী। ট্রোল, সমালোচনা কোনো কিছুই পাত্তা দেন না তিনি। কখনো শুটিংয়ের ফাঁকে ভিডিও, কখনো বা নিজের ব্যক্তিগত ছবিও অনুরাগীদের উপহার দেন অভিনেত্রী। প্রায় প্রতিটি পোস্ট নিয়েই নেটিজেনদের কাছ থেকে কিছু না কিছু বাঁকা মন্তব্য শুনতে হয় শ্রাবন্তীকে।
২০০৩ সালে চলচ্চিত্র পরিচালক রাজিব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসারে জন্ম নেয় ছেলে ঝিনুক। ২০১১ সালে সেই সংসার ভেঙে যায়। এরপর থেকে ঝিনুক তার মায়ের সঙ্গেই থাকে। রাজিবের সঙ্গে ডিভোর্সের পর কয়েক বছর একা থাকেন নায়িকা। এরপর ২০১৫ সালে একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে গিয়ে মডেল কৃষেণ ব্রজের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। দুই বছর প্রেম করার পর ২০১৭ সালে তারা বিয়ে করেন।
কিন্তু দ্বিতীয় স্বামীর থেকে খুব অল্পদিনেই আলাদা হয়ে যান শ্রাবন্তী। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৯ সালের জানুয়ারিতে তাদের পাকাপাকি ডিভোর্স হয়। এর কিছুদিন পরই ভগ্নিপতির মাধ্যমে রোশন সিংয়ের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। কিছুদিন হাই হ্যালো, ডিনার ডেট ও ঘোরাঘুরির পর ২০১৯ সালের ১৯ জুন তারা বিয়ে করেন।
কিন্তু গত বছর থেকে তৃতীয় স্বামীর থেকেও আলাদা থাকছেন শ্রাবন্তী। তার সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলা দায়ের করেছেন রোশন। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, খোরপোশ বাবাদ অর্থও দাবি করেছেন এই অভিনেত্রী।
বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী শ্রাবন্তী। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বর্নালী জীবন শুরু তার। ২০০৩ সালে তার প্রথম বড় ধরনের কাজ ‘চ্যাম্পিয়ন’। এরপর পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করে পুরোপুরি সংসারি হয়ে যান। ২০০৮ সালে আবারও অভিনয়ে ফিরে আসেন শ্রাবন্তী। টালিউড ছাড়াও বাংলাদেশের একক প্রযোজনার ছবিতেও অভিনয় করেছেন শ্রাবন্তী।