এক ছবিতেই রাশমিকার বাজিমাত!
নাফিজা আক্তার
ক’দিন আগে মুক্তি পেয়েছে ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত নায়িকা রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা’। এরপর থেকেই দক্ষিণি অভিনেতা আল্লু অর্জুন ও রাশমিকার প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরা। এ ছবির পর রাতারাতি নিজের পারিশ্রমিকও বাড়িয়ে ফেলেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পর্বের জন্য নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা। প্রথম পর্বের জন্য তিনি নিয়েছিলেন দুই কোটি রুপি। এবার সিনেমাটির দ্বিতীয় কিস্তির জন্য তিনি দাবি করেছেন তিন কোটি রুপি।
রাশমিকার এমন দাবি মেনেও নিয়েছেন সিনেমাটির নির্মাতা। এমন যদি হয় তাহলে রাশমিকা তার নিজের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতে চলেছেন বলে জানা গেছে।
এদিকে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পরিচালক সুকুমার ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে এই ছবির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুলের’ শুটিং শুরু হবে। আর সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে।
২০১৬ সালে ‘কিরিক পার্টি’ নামে একটি কন্নড় ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন রাশমিকা। সেই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ‘গীত গোবিন্দম’ ছবিতে অসাধারণ অভিনয় করে সবার নজর কাড়েন রাশমিকা। এরপরেই খ্যাতির শীর্ষে ওঠেন তিনি। সাফল্যের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে বাড়ে তার পারিশ্রমিকের অঙ্কটাও। বর্তমানে তিন থেকে চার কোটি রুপির কমে কোনো ছবিতে অভিনয় করতে চাইছেন না দক্ষিণি এই রূপসী।
রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা’। গত ১৭ ডিসেম্বর মুক্তি পায় এটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আল্লু অর্জুন। বর্তমানে তেলেগু ভাষার ‘আড়াভালু মীকু জোহারলু’ ও হিন্দি ভাষার ‘মিশন মজনু’, ‘গুডবাই’ সিনেমার কাজ হাতে রয়েছে রাশমিকার।