হামাসপ্রধান সিনওয়ার নিহত, যে বার্তা দিলেন খামেনি
গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের মাঠে শহিদ হয়েছেন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যুতে বার্তা দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সায়ীদ আলী খামেনি।
শনিবার সকালে ইয়াহিয়া সিনওয়ারের শাহাদতবরণ নিয়ে বার্তা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। মুসলিম জাতি ও তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, সিনওয়ার তার শহিদ সঙ্গীদের সঙ্গে যুক্ত হয়েছেন।
প্রতিরোধযোদ্ধাদের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে সিনওয়ারের নাম উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, তিনি নির্মম শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে দৃঢ়সংকল্প দেখিয়েছেন, তার জন্য তিনি শহিদের স্তরে পৌঁছানোর যোগ্য ছিলেন।
তিনি বলেন, সিনওয়ারের অভাব অবশ্যই হামাস অনুভব করবে। এটি অতি বেদনাদায়ক, তবে তার শহিদদের পর হামাসে প্রতিরোধ থেমে যায়নি এবং ইনশাল্লাহ, ভবিষ্যতেও থেমে যাবে না।ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, হামাস জীবিত এবং ভবিষ্যতেও জীবিত থাকবে।
আয়াতুল্লাহ খামেনি প্রতিরোধ বাহিনী, সিনওয়ারের পরিবার এবং হামাস সমর্থকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।গত বুধবার হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজা শহরের রাফাহে একটি ইসরাইলি হামলায় শহিদ হয়েছেন, যা হামাস শুক্রবার নিশ্চিত করেছে।
হামাসের রাজনৈতিক নেতা হওয়ার আগে, সিনওয়ার সাত বছর ধরে গাজার নেতা হিসেবে কাজ করেছিলেন। তিনি ২২ বছর ইসরাইলি কারাগারে কাটিয়েছিলেন এবং ২০১১ সালে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তিনি মুক্তি পেয়েছিলেন।