দুই বছরে ধ্বংস হবে ক্যারিয়ার, সালমানকে হুমকি
বলিউড অভিনেতা-অভিনেত্রীদের আক্রমণ করে এবং তাদের অভিনীত সিনেমাগুলো সম্পর্কে হাস্যকর রিভিউ দিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন এক ব্যক্তি। তিনি হলেন কামাল আর খান ওরফে কেআরকে। বলিউড ইন্ডাস্ট্রিতে তাকে স্বঘোষিত ফিল্ম সমালোচক হিসেবে জানেন সবাই। তার ফিল্ম রিভিউ নিমিষেই ভাইরাল হয়ে যায়। এবার তিনি বলিউড ভাইজান সালমান খানের পেছনে উঠেপড়ে লেগেছেন।
সম্প্রতি সালমান খানের ছবিগুলোর তীব্র নিন্দা করেন কেআরকে। রাধে, অন্তিম দুটি সিনেমারই সমালোচনা করেছিলেন। কয়েক দিন আগে সালমান খানের ‘রাধে’ সিনেমার রিভিউ দিতে গিয়ে ক্যামেরার সামনে অঝরে কেঁদেছিলেন তিনি।
আবার গত ২৫ মে টুইটারে কেআরকে দাবি করেন, সালমান খান নাকি মানহানির মামলা ঠুকেছেন তার নামে। সালমান খানের উকিলদের পক্ষ থেকে একটি আইনি নোটিশ কেআরকের বাড়িতে পাঠানো হয়েছে। মুম্বাইয়ের এক নগর দায়রা আদালতে এই মামলা করা হয়েছে। এরপর থেকেই ইউটিউব ভিডিও থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক নিত্যনতুন বক্তব্য ও দাবি পেশ করছেন স্বঘোষিত এই ফিল্ম সমালোচক। এমন কি সালমান খানের কেরিয়ার শেষ করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে কেআরকে!
কয়েকদিন আগে সালমান খানের সাপের কামড় খাওয়া নিয়ে কুরুচিকর মন্তব্যও করেছিলেন কামাল আর খান।
সালমান খানের শেষ পাঁচটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। দাবাং থ্রি, ভারত, রেস থ্রি, রাধে, অন্তিম কোনোটাই আশানুরূপ ফল করতে পারেনি। বিশেষত রেস থ্রি ও রাধের জন্য ট্রোলও হতে হয়েছিল ভাইজানকে।
নাম না করে সেই প্রসঙ্গ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে কেআরকে লিখেন, বুড়ো তারকার শেষ পাঁচটি ছবি সম্পূর্ণ ফ্লপ। শেষ দুটি ছবি মোট ২৫ কোটি টাকার ব্যবসা করেছে! তার মানে এখন উনি বরুন ও অর্জুনের পর্যায়ে নেমে এসেছেন। আমি প্রতিজ্ঞা করছি আগামী ২ বছরে ওর স্টারডম ধ্বংস করে দেব। উনি যতক্ষণ না শূন্যতে নেমে আসেন ততক্ষণ আমি থামব না।’
পোস্টে নাম উল্লেখ না করলেও কারো বুঝতে অসুবিধা হয়নি যে কেআরকে সালমান খানকেই কটাক্ষ করেছেন। তবে এমন পোস্ট দিয়ে ভাইজান ভক্তদের তোপের মুখেও পড়তে হয়েছে কামাল আর খানকে।