সচিবালয়ে আন্দোলনকারীদের দালাল বললেন সংযুক্ত পরিষদের দুই নেতা
রাজধানীর সচিবালয়ের ভেতরে বিভিন্ন দাবিতে আন্দোলনরত কর্মচারীদের বিগত সরকারের দালাল বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির ও মহাসচিব মোহাম্মদ তোয়াহা। তারা মঙ্গলবার আন্দোলনরত কর্মচারীদের ব্যানার কেড়ে নিয়ে তাড়িয়ে দেন।
এ সময় সংযুক্ত পরিষদের দুই নেতা বলেন, আন্দোলনকারীলা আওয়ামী লীগের টিম। বিগত সরকার সময় তারা ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আসাদুজ্জামান, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন সহ সরকারের সব মন্ত্রীদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। এখন আন্দোলনের নামে সচিবালয়ের ভেতর অস্থিরতা সৃষ্টি করতে চায়। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এই অবস্থা চলতে দেওয়া যায় না।