চলে গেলেন সৃজিত মুখার্জি, জানালেন নিজেই!
নাফিজা আক্তার
নতুন বছরের প্রথম দিন কোভিড আক্রান্তের খবর দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী। সোশ্যাল মিডিয়ায় পরিচালক নিজেই জানান, আপাতত আইসোলেশনে আছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলাফেরা করছি। গত ৭২ ঘণ্টায় আমার সংস্পর্শে আসা সকলকে টেস্ট করার জন্য অনুরোধ করছি।
পরিচালকের দেয়া এমন খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিল ভক্ত-অনুরাগীরা। এর মধ্যেই আবার নতুন একটি পোস্ট করেছেন সৃজিত। টুইটারে নিজের অনেক পুরোনো একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন সৃজিত। সেই ছবিতে পরিচালককে বেশ রুগ্ন দেখাচ্ছে।
ছবিটির উপরে বড় বড় অক্ষরে লেখা, ‘চলে গেলেন সৃজিত মুখার্জী’। ছবির নিচের দিকে কোণায় বামদিকে ছোট করে লেখা, ‘আইসোলেশন’। অর্থাৎ পরিচালক আইসোলেশনে চলে গেছেন। সৃজিতের এমন ছবি দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।
কমেন্টের ঘরে পরিচালক সুব্রত সেন লিখেন, ‘লেক গার্ডেন্সের ওই রাস্তার নাম সৃজিত ধরণী করার দাবি জানাচ্ছি’। এ কমেন্টের উত্তরে পাল্টা সৃজিত লিখেন, ‘আমার বেশি পছন্দ সৃজিত মুখার্জী এ্যাভিনিউ’। গায়ক রূপম ইসলাম লিখেন, ‘এটা অন্য লেভেল’!
কমেন্ট বক্সে নেটিজেনরাও মজার সব মন্তব্য করেছেন। একজন লিখেন, ‘বাঁদরামির একটা সীমা থাকা উচিত। ছি!’ ঠিক তার নিচেই আরেকজন লিখেন, ‘এরপরের শিরোনাম। ‘ওপার থেকেও নিয়মিত ফেবু করছেন সৃজিতবাবু’।
সাম্প্রতিক সময়ে জাতীয় স্তরে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে একের পর এক সাফল্যের মুখ দেখেছে পশ্চিমবঙ্গের বাংলা ছবি। বলা যায়, বাংলা সিনেমার দশা যারা পাল্টেছেন তাদের মধ্যে সৃজিত অন্যতম। সামনেই সৃজিতের আরো দুটি ছবি মুক্তির উপেক্ষায় রয়েছে। সেগুলো হল- ‘সাবাশ মিঠু’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।