তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয়
সাদাকালো নিউজ
ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত পঞ্চম দিনে গড়াল। এরই মধ্যে পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭৩ জনে। কমপক্ষে আহত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ।
আল-জাজিরা বলেছে, গাজার সর্বাত্মক নিয়ন্ত্রণ নিতে মরিয়া ইসরায়েল সোমবার থেকে হামাস অধ্যুষিত এলাকাটির বিদ্যুৎ, খাবার, পানি, ওষুধ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে সেখানে তীব্র হামলা চালাচ্ছে।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে ফিলিস্তিনির সংখ্যা ৯৭৩ জন। এর মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় ৯৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর পশ্চিমতীরে নিহত হয়েছেন ২৩ জন। ফিলিস্তিনের এই এলাকায় যথাক্রমে আহতের সংখ্যা ৫ হাজার ও ১৩০ জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি।
গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অভিযান চালায় হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটির হামলার জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।