মেসিদের রূপকথা থামাল ন্যাশভিল
সাদাকালো নিউজ
কয়েক দিন আগেই লিওনেল মেসির হাত ধরে লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি। এবার সেই দলেরই বিপক্ষে মেজর সকার লিগের ম্যাচে মাঠে নেমেছিল মেসিরা। তবে এবার আর জয়ের মুখ দেখেনি মেসি বাহিনী। পয়েন্ট ভাগাভাগি করে তাদের মাঠ ছাড়তে হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকালে ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে ন্যাশভিল এসসির বিপক্ষে গোল শূন্য ড্র-তে পয়েন্ট ভাগাভাগি করেছে লিওনেল মেসির দল। এর আগে, লিগস কাপের ফাইনালে গোল করেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে এবার তেমন কিছুই করতে পারেননি তিনি।
পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে মায়ামি। তবে প্রতিপক্ষে রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি মেসি বাহিনী। শুরু থেকেই মেসিকে কড়া মার্কিংয়ে রাখে দলটি। সের্জিও বুসকেতস ও জর্দি আলবার সঙ্গে সংযোগ বন্ধ করে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে আটকে দেয় তারা।
ম্যাচের প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ পেয়েছিল মায়ামি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় মেলেনি গোল। ম্যাচের ২৬তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন আলবা। তবে ঠিকঠাক মতো শট নিতে পারেনি তিনি।
ম্যাচের ৪৩তম মিনিটে মেসির বাড়ানো প্লেসিং শট একবারে ফাঁকায় পেয়েছিলেন টেইলর। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তার শট।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬তম এবং ৬৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সফরকারীরা। কিন্তু দারুণ দক্ষতায় দলকে রক্ষা করেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। তিন মিনিট পর আবারও লক্ষ্যভেদ করলে তা অফসাইডের ফাঁদে পড়ে গোল বঞ্চিত হয় ন্যাশভিল।
এই ম্যাচের এক পয়েন্ট নিয়ে ১৫ দলের টেবিলে মেসির মায়ামির অবস্থান ১৪ নম্বরে। মেজর লিগ সকারে ২৩ ম্যাচে ছয় জয়ের বিপরীতে ১৪ পরাজয় নিয়ে ২১ পয়েন্ট অর্জন করেছে দলটি।