ফের নতুন করে ভাইরাল ভুবন বাদ্যকর
নাফিজা আক্তার
২০২১ সালের অন্যতম ভাইরাল গান ‘কাঁচা বাদাম’। এবার এই গানের একটি র্যাপ সংস্করণে নেচে-গেয়ে ঝড় তুললেন ‘শিল্পী’ ভুবন বাদ্যকর। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ‘বাদাম অফিশিয়াল’ শিরোনামের গানটি।
এতে ভুবন বাদ্যকরকে চোখে সানগ্লাস দিয়ে র্যাপের তালে নেচে গানটি গাইতে দেখা গেছে। শুধু তাই নয়, এতে তার সঙ্গে একজন নারীও নেচেছেন, যা দর্শকের মাঝে বাড়তি বিনোদনও জুগিয়েছে।
গানটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মূল শিল্পীকে গানে রাখার জন্য অনেকেই মিউজিক ভিডিও নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছে। আবার কেউ কেউ কটাক্ষও করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পেটের তাগিদে বাদাম বিক্রি করলেও গান ভালোবাসেন ভুবন বাদ্যকর। তাই বাদাম বিক্রির মধ্যে দিয়েও তিনি তার শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রেখেছিলেন। গান রচনা করেছেন। কথা ও সুর দিয়ে সেই গান নিজেই গেয়েছেন। বাদাম ভাজার ফাঁকে গেয়েছিলেন, ‘আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।’ এই এক গানেই রাতারাতি নেট দুনিয়ায় তারকা বনে যান ভুবন বাদ্যকর।
ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানটি বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সোশ্যাল মিডিয়ায় সয়লাব। অনেকের মতে, উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে এই গান এখন বিশ্বজুড়ে মানুষের মুখে মুখে। অথচ ভাইরাল হয়ে উল্টো বিপদে পড়ে যান ভুবন। এমনটাই জানান তার ছেলে।
শিল্পীর ছেলের দাবি, ভুবন বাদ্যকরের গান শুনেই সবাই চলে যাচ্ছেন। কেউ আর বাদাম কিনছেন না। এতে তার আয় বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে, গানের কপিরাইটও পাননি। তাই সংসার চালানোই এখন দায়। যে কারণে অনেকটা বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন বীরভূমের দুবরাজপুরের এই বাদাম ফেরিওয়ালা।
থানায় অভিযোগ করে ভুবন বলেন, আমার কাঁচা বাদাম গানটি চুরি করে টিকটকার, ইউটিউবাররা অনেক টাকা আয় করছেন। কিন্তু আমি কিছুই পাচ্ছি না। তাই দ্বিতীয় গান নিয়ে যাতে এমন বিড়ম্বনায় না পড়তে হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়েও গান গেয়েছেন ভুবন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মুড়ি খেতে ভালোবাসেন। আর তা নিয়েই ভুবন লিখেছেন, ‘দেশজুড়ে নাম দিদির। দেশজুড়ে নাম। দিদি খাবেন মুড়ি, আমার বাদাম।’