বাটা সু’র নতুন এমডি ও সচিব নিয়োগ
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, শ্রী দেবব্রত মুখার্জী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ১৩ আগস্ট থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন। আর কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল। গত ১ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮.৯৬ শতাংশ শেয়ার রয়েছে।