বিশ্বকাপের দামি ফুটবলার
সাদাকালো নিউজ
সম্প্রতি নারী বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ বেতন পাওয়া ১৫ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস।
যেখানে যুক্তরাষ্ট্রের বাইরে একমাত্র ফুটবলার হিসেবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস। তার আয়ের পরিমাণ বছরে প্রায় ৪ মিলিয়ন ডলার।
এ তালিকায় শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার অ্যালেক্স মরগান। তার আয়ের পরিমাণ ৭.১ মিলিয়ন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পাওয়া মেগান রাপিনোর আয় প্রায় ৭ মিলিয়ন পাউন্ড।
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ট্রিনিটি রডম্যান ও ক্রিস্টাল ডান। দুজনের আয় যথাক্রমে ২.৩ ও ২.২ মিলিয়ন। স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুটেলাসের ৪ মিলিয়ন আয়ের মধ্যে শুধু ৮ লাখ ডলার সরাসরি আসে তার বেতন থেকে, অর্থাৎ যা তিনি খেলার মাধ্যমে উপার্জন করেন।
বাকি ৩.২ মিলিয়ন অর্থ আসে মাঠের বাইরে থেকে, এর মধ্যে খেলোয়াড়ের স্পন্সরশিপ উল্লেখ্যযোগ্য।