‘লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা’
সাদাকালো নিউজ ডেস্ক
১২ বছর আগে, পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর হামলা চালানো হয়। এরপর থেকে অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সম্ভব হয়নি পাকিস্তানে। এবার দেশটির করাচিভিত্তিক পত্রিকা দ্য নিউজ ইন্টারন্যাশনাল দাবি করে বসলো, ওই হামলা করিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা।
পত্রিকাটি তাদের দাবির পক্ষে বরাত হিসেবে সামনে এনেছে পাঞ্জাব প্রাদেশিক পুলিশের অপরাধ তদন্ত শাখার নিরাপত্তা হুমকি সংক্রান্ত গোপন গোয়েন্দা প্রতিবেদন।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল লিখেছে, লাহোরে ওই হামলার ঠিক ৪০ দিন আগে শ্রীলঙ্কা দলের ওপর হামলা হতে পারে এমন তথ্য পায় পাঞ্জাবের অপরাধ তদন্ত শাখা। নির্দিষ্ট করে তাঁরা জানায় হামলার হুমকির কথা। তাদের প্রতিবেদনে লেখা হয়, পাকিস্তানের সুনাম ক্ষুণ্ন করতে ভারতের গোয়েন্দা সংস্থা সফরকারী শ্রীলঙ্কা দলকে লক্ষ্য বানাচ্ছে।
সূত্রের বরাতে সিআইডির প্রতিবেদনে লেখা হয়, শ্রীলঙ্কা দলের ‘হোটেল থেকে স্টেডিয়ামের রাস্তায় কিংবা তারা হোটেলে থাকার সময়ে’ হামলা হতে পারে।
সিআইডি প্রতিবেদনের উল্লেখিত সেই ঘটনায় ঘটে লাহোরে। ২০০৯ সালের ৩ মার্চ। হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কা দলের বাসে হামলা চালায় সন্ত্রাসীরা।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, সিআইডির প্রতিবেদনের পরও নিরাপত্তা হুমকি উপেক্ষা করে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে তারাও কোনো শাস্তি পাননি।
২০০৯ সালের ২২ জানুয়ারি ওই প্রতিবেদন জমা দেয় সিআইডি। প্রতিবেদনটির কাভারে লেখা ছিল, (সিক্রেট/ ইমিডিয়েট)। বিষয়ের ঘরে লেখা ছিল ‘সোর্স রিপোর্ট।’
প্রতিবেদনটি চারটি পয়েন্ট নির্দিষ্ট করে দেয়া হয়। এতে বলা হয়, ‘বিশ্বস্ত সূত্রে জানা গেছে’, ভারতের গোয়েন্দা সংস্থা তাদের এজেন্টদের নির্দেশ দিয়েছে। শ্রীলঙ্কা দলের বাস হোটেল বা স্টেডিয়ামের রাস্তায় থাকার সময়ে কিংবা শ্রীলঙ্কা দল হোটেলে থাকার সময়ে হামলা চালাতে।
প্রতিবেদনের দ্বিতীয় পয়েন্টে লেখা ছিল, এটা পরিষ্কার যে ভারতের গোয়েন্দা সংস্থা ‘খেলাধুলার ইভেন্টের ক্ষেত্রে পাকিস্তানকে নিরাপত্তা হুমকির দেশ হিসেবে দেখাতে যায়। বিশেষ করে সেই মুহুর্তে যখন ইউরোপিয়ান ও ভারতীয় দলগুলো নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কা থাকায় পাকিস্তানে আসতে রাজি হয়নি।