জয় নিয়ে আশাবাদী জাপার প্রার্থী
সাদাকালো নিউজ
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোট চলছে। জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সিকদার আনিসুর রহমান ঢাকা ক্যান্টনমেন্ট শিশুমঙ্গল স্কুল কেন্দ্রে সকাল ৯টার দিকে ভোট দিয়েছেন।
ভোট দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ ভালো আছে। সার্বিক পরিস্থিতিও ভালো। ভোটারদের বলতে চাই, বাসায় বসে না থেকে আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন।’
ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী মাঠ গুছিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা ছিল। তবে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
এর আগে আজ সোমবার সকাল ৮টায় ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটারদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, নির্বাচনে মোট আটজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের নৌকা ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের একতারা প্রতীকের মধ্যে।
অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সিকদার আনিসুর রহমান লাঙ্গল প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ডাব, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান গোলাপ ফুল, তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমান সোনালি আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আকতার হোসেন ছড়ি আর স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট ও ভাসানটেক নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ১৫ মে আসনটি শূন্য হয়।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালটে।