যেভাবে উত্থান হয় কোটিপতি ড্রাইভার মালেকের
রাকিব হাসান
স্বাস্থ্য অধিদফতরের সাবেক গাড়িচালক আব্দুল মালেক। তিনি মালেক ড্রাইভার নামেই বেশি পরিচিত। অস্ত্র আইন মামলার দুই ধারায় মালেককে ১৫ বছর কোরে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে, আদালত এও জানিয়েছে, তিনি একই সঙ্গে এই সাজা ভোগ করবেন। তাই মোট ১৫ বছর কারাগারে কাটাতে হবে মালেক ড্রাইভারকে।
স্বাস্থ্য অধিদফতরের কোটিপতি গাড়িচালক এই আবদুল মালেক। বহুল আলোচিত এক চরিত্র। পেশায় গাড়িচালক। তবে, তিনি কোটি কোটি টাকার মালিক। ঢাকায় আছে অন্তত ১০টা প্লট এবং ফ্ল্যাট।
মালেকের উত্থান হুট করে হয়নি। সাভার স্বাস্থ্য প্রকল্পের চাকরিতে যোগ দেন ১৯৮২ সালে। এর ৪ বছর পর যোগ দেন স্বাস্থ্য অধিদফতরে। তবে তার উত্থান স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক শাহ মুনীর হোসেনের সময়। চার বছর সাবেক এই মহাপরিচালকের গাড়ি চালান মালেক।
র্যাবের অনুসন্ধান বলছে, ২০০৯ সালের ১৮ জানুয়ারি থেকে ২০১০ সালের ১১ নভেম্বর পর্যন্ত স্বাস্থ্য সহকারী পদে শতাধিক ব্যক্তিকে নিয়োগ দেন আবদুল মালেক। শুধু তাই নয়, মালেক ‘ড্রাইভার্স অ্যাসোসিয়েশন’ নামে একটি জোটও গঠন করেন। নিজেই হন সেটির সভাপতি।
মালেক সিন্ডিকেট প্রায় ১০ বছর অধিদফতরে প্রভাব বিস্তার করে। তবে, কেউ তার বিরুদ্ধে টু শব্দটিও করেননি। মালেকের সম্পত্তির পরিমাণ রীতিমতো তাক লাগানোর মতো। ঢাকায় অন্তত চারটি ফ্ল্যাট ও ১০টি প্লট আছে তাঁর। কামারপাড়ায় এক বিঘা জমি আর বামনেরটেক এলাকায় ১০ কাঠা জায়গার ওপর সাততলা বাড়ি। স্ত্রীর নামে আছে একটি সাততলা বাড়ি। হাতিরপুল এলাকায় নির্মাণাধীন ১০ তলা বাণিজ্যিক ভবনও আছে একটি। এছাড়া মালেকের আছে গবাদিপশুর বৃহৎ খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসা।
চারটি বেসরকারি ব্যাংকে মালেকের নামে-বেনামে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। এসব টাকা তার স্ত্রী, ভাই খালেক ও এক ভাতিজাসহ বেশ কয়েকজন আত্মীয়ের নামে রাখা।
স্বাস্থ্য অধিদফতরের তৃতীয় শ্রেণির এই কর্মচারীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। অথচ ঢাকার বিভিন্ন স্থানে তার একাধিক বাড়ি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। অভিযোগ আছে, জালটাকার ব্যবসা পাশাপাশি এলাকায় চাঁদাবাজিতেও জড়িত ছিলেন মালেক।
মালেক নিজে চড়তেন পাজেরো জিপে। তার ছিল তেল চুরির সিন্ডিকেটও। স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালকরা তেল চুরি করলে, তার একটি অংশ দিতে হতো মালেককে। গত বছর সেপ্টেম্বরে, রাজধানীর তুরাগ থেকে মালেককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য অধিদফতর।