সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ থেকে ৬ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানির ৭ কোটি ৭৭ লাখ ৪ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২০৮ কোটি ৪৭ লাখ ৩১ হাজার টাকা।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ৩ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৯৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ৪৩ লাখ ৪৯ হাজার ৩৯০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৯৮ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯৫ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকা, জেএমআই হসপিটালের ৭৫ কোটি ৫৩ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার টাকা, ইন্ট্রাকো রিফিউলিংয়ের ৬২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা, অলিম্পিক অ্যাক্সেসরিজের ৬১ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ৬১ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকা এবং আলিফ ম্যানুফেকচারিংয়ের ৫৩ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।