আবারও কেন কাঁদলেন পরীমনি?
তানজিলা ফাহিম
ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নাম পরীমনি। অভিনয় থেকে ব্যক্তিগত ইস্যুতেই বেশি আলোচনায় এই নায়িকা। তবে, কারাগার থেকে জামিনে বের হয়ে, আবারও অভিনয়ে মন দিয়েছেন এই নায়িকা। তাকে এবার দেখা যাবে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের “গুনিন” নামের একটি ওয়েবফিল্মে।
১৭ই সেপ্টেম্বর রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হন পরীমনি। সিনেমাটিতে তাঁর চরিত্রের নাম রাবেয়া। এ চরিত্রটিতে অভিনয়ের কথা ছিল নুসরাত ফারিয়ার। তবে, শিডিউল জটিলতার কারণে নুসরাত সিনেমাটি করতে পারছেন না।
এদিকে, নতুন এ কাজে হাত দিয়ে উচ্ছ্বসিত পরীমনি। জানান, কারাগার থেকে বের হয়ার দুই দিন পরই পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়। এরই মধ্যে গল্প ও চরিত্রটি নিয়ে দুই দিন আলোচনা হয়েছে তাদের।
পরীমনি আরও বলেন, জেল থেকে বের হওয়ার দুই দিন পর পরিচালক সেলিমের সাথে তাঁর দেখা হয়। নিজের সময় ভালো যাচ্ছিল না।পরিচালকের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব তখন চোখে পানি চলে আসে তাঁর।
“রাবেয়া” চরিত্রটি নিয়ে পরীমনি বলেন, সিনেমার চরিত্র বড় কথা নয়। ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
পরীমনির ভাষায়, গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে কাজ করলে মানসিকভাবে ভালো থাকেন। শুটিংয়ে একটা উৎসবের পরিবেশ তৈরি করে কাজ করেন এই পরিচালক।
এর আগে পরীমনিকে নিয়ে ‘স্বপ্নজাল’ নির্মাণ করেন নির্মাতা সেলিম। গুনীনে পরীমনিকে নির্বাচনের কারণে হিসেবে ‘মনপুরা’ চলচ্চিত্রের এই নির্মাতা জানান, পরীমনির সঙ্গে আগে কাজের অভিজ্ঞতা আছে; তাঁর মনে হয়েছে রাবেয়া চরিত্রে পরীমনি ভালো করবে।
আগামী ১০ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করেছেন সিনেমার পরিচালক। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প থেকে গুনিন সিনেমা নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম। পরীমনির পাশাপাশি এই ওয়েব ফিল্মটিতে আজাদ আবুল কালাম, দিলারা জামান, ইরেশ যাকের, শরীফুল রাজসহ আরও কয়েকজন শিল্পীর অভিনয়ের কথা রয়েছে।
এদিকে, আগামী ১৫ই অক্টোবর থেকে নতুন ছবি ‘বায়োপিক’-এর শিডিউল দিয়েছেন পরীমনি। মাঝে দু-এক দিন বিরতি দিয়ে টানা ২০ দিন কাজ করবেন তিনি। এরপর ‘প্রীতিলতা’ ছবির বাকি অংশের শুটিং করবেন বলে জানান এই অভিনেত্রী।