গ্রাহক-মার্চেন্টের টাকায় ইভ্যালির ব্যবসা; গায়েব ৫৪৩ কোটি টাকা!
বিশেষ প্রতিনিধি
কথায় আছে- খাজনার চেয়ে বাজনা বেশি। বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ক্ষেত্রে তাই ঘটেছে। সামান্য আয় করতে গিয়ে লোকসান করেছে কাঁড়ি কাঁড়ি টাকা। আবার এই টাকা তাদের নিজেদেরও নয়। গ্রাহক আর পণ্য সরবরাহকারীদের। ২ বছরের মধ্যে আলোচনার শীর্ষে এসে আবার পতন ঘটেছে হঠাৎ করেই। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এখন আইনের হাতে।
প্রায় ২ লাখ ৭ হাজার ৭৪১ জন গ্রাহকের কাছে ৩১১ কোটি টাকার দেনা আছে ইভ্যালির। আর এই দেনাকে ‘প্রতারণা’ বলছেন গ্রাহকেরা। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে গ্রাহকদের কাছে দেনার এক হিসেব জমা দেয় ইভ্যালি। নিজেদের হিসেবেই ইভ্যালি জানায়, ২ লাখ ৭ হাজার ৭৪১ জন গ্রাহকের অর্ডার করা পণ্য এখনও ডেলিভারি করা হয়নি।
গ্রাহকদের পরিশোধিত মূল্য প্রায় ৩১০ কোটি টাকা। তবে অর্ডার করা পণ্য ব্যবসা দিয়ে মুনাফা অর্জন করে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে পরিশোধ করা সম্ভব বলে দাবি করেছিলেন ইভ্যালি প্রধান মোহাম্মদ রাসেল।
জানা যায়, চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত এই দেনা হয় প্রতিষ্ঠানটির। এছাড়াও বিভিন্ন সেলার ও মার্চেন্টদের হিসেব মিলিয়ে প্রতিষ্ঠানটির মোট দেনা ৫৪৪ কোটি টাকা। নিজেদের পেইড আপ ক্যাপিটাল ১ কোটি টাকা বাদ দিলে সর্বশেষ দেনা প্রায় ৫৪৩ কোটি টাকা।
এদিকে ইভ্যালির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রায় ৭ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। তবে এর মধ্যে ৫ হাজারের বেশি অভিযোগ নিষ্পত্তি হয়। বাকি অভিযোগ নিয়েও কাজ চলছে।
২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ইভ্যালি। মাত্র আড়াই বছরের মাথায় সরবরাহকারী কোম্পানি ও গ্রাহকদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়ে প্রতিষ্ঠানটি। এতো অল্প সময়ে এই বিপুল টাকা কোথায় গেল, তার হদিস এখনো মেলেনি।
গত জুলাই মাসে দুদকের আবেদনে ইভ্যালির শীর্ষ কর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। ১৫ই সেপ্টেম্বর রাতে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে একজন ভুক্তভোগী। অভিযোগ, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি।
এরপর ১৬ই সেপ্টেম্বর বিকালে রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার করা হয় রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে।