যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ কেটে গেছে : নৌ প্রতিমন্ত্রী
সাদাকালো নিউজ
দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এখন আর আগের মতো দুর্ভোগ নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন মেয়াদে ধারাবাহিক দেশ পরিচালনার ফলে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। যার ফলে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে।
ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য খাতের মতো সদরঘাটের অভাবনীয় সাফল্য এসেছে। এ অবস্থা আগে ছিল না।’
তিনি বলেন, ‘সাহস ও দেশপ্রেম দিয়ে স্বপ্নের পদ্মা সেতু তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের দুয়ার খুলে গেছে। এর প্রভাব দেখা গেছে এবারের বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে। দুই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন।’
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আকাশপথে বিভাগীয় শহরগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। কোনো একদিকে যাত্রীর চাপ নেই। চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে।’
তিনি জানান, আওয়ামী লীগের লক্ষ্য দেশের মানুষকে সেবা করা ও সবকিছুতে শৃঙ্খলা বজায় রাখা।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নিরাপদ জাহাজ পরিচালনার লক্ষ্যে জাহাজে নিরাপদ ইকুইপমেন্ট সংযোজনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে নৌ খাতে অভূতপূর্ব পরিবর্তন দেখা যাবে। দুর্ঘটনা কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত জনবল তৈরিতে ইনস্টিটিউট তৈরি করছি। কোস্ট গার্ড, নৌপুলিশে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘নৌপথে চুরি-ডাকাতি প্রায় বন্ধ হয়েছে। এই খাতে সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। আগামী ২-৩ বছরের মধ্যে নৌ চলাচল আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে। অদক্ষ জনবল জাহাজ পরিচালনার সঙ্গে আর থাকবে না।’