মালদ্বীপ ম্যাচই বাংলাদেশের ‘ফাইনাল’
সাদাকালো নিউজ
বৃহস্পতিবার সাফে লেবাননের কাছে হারের পরদিন শুক্রবার দুপুরে বেঙ্গালুরুর হিন্দুস্থান লিমিটেড মাঠে অনুশীলনে নামে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। দুই ঘণ্টার প্রস্তুতিতে সবার চোখ ছিল লেবানন ম্যাচে ভুল করা তারিক কাজি এবং সহজ সুযোগ নষ্ট করা ফয়সাল আহমেদ ফাহিমের দিকে। অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজই ছিলেন তাঁরা।
বৃহস্পতিবার রাতে এ দুই ফুটবলারের সঙ্গে আলাদা কথা বলেছেন কোচ ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূইঁয়া। ফাহিমের মিসটেক এবং তারিক কাজির ভুল নিয়েই ফুটবলাঙ্গনে চলছে আলোচনা। গতকাল অনুশীলন শেষেও বারবার একই ভুলের কারণ জানতে চান সাংবাদিকরা।
কিন্তু লেবানন ম্যাচ ভুলে এখন আগামীকাল মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেই সব মনোযোগ জামালের, ‘লেবানন ম্যাচে আমরা ভালো করেছি; কিন্তু যেটা হয় সেই ইতিহাস আবারও ফিরে এসেছে। এখন যে অবস্থা আছে, তা ভুলে যেতে হবে। ফোকাস হলো মালদ্বীপ ম্যাচ।’
স্কোরিংয়ের সমস্যা বাংলাদেশের পুরোনো। কিন্তু র্যাঙ্কিংয়ে ৯৩ ধাপ ওপরে থাকা লেবাননের বিপক্ষে সুযোগ একবারই আসবে, সেটা কাজেও লাগাতে হবে। যেটা পারেননি ফাহিম। তিনি গোল করলে পুরো দল থাকত আত্মবিশ্বাসী। হয়তো তারিক কাজি ওই ভুলটা করতেন না।
এসব নিয়ে সবাই নেতিবাচক মন্তব্য করলেও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক জামাল, ‘তারিকের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে বলেছি, ম্যাচে এমনটা হতে পারে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর যে কেউ গোল দিতে পারে। শুধু যে স্ট্রাইকার গোল করবে, তা কিন্তু নয়। এখানে শুধু স্ট্রাইকারকে দোষারোপ করা ঠিক হবে না। আমরা একসঙ্গে জিতব এবং একসঙ্গে হারব।’
বাংলাদেশ অধিনায়কের মতো মিডফিল্ডার সোহেল রানাও কাউকে দোষারোপ করতে নারাজ, ‘কারও ওপর দোষা চাপাচ্ছি না। মনোযোগ দিচ্ছি, কীভাবে এর থেকে বের হয়ে মালদ্বীপের বিপক্ষে ভালো ফল করতে পারি।’
লেবাননের বিপক্ষে ফাহিমের মিস এবং দুই ডিফেন্ডারের ভুল ছাড়া পুরো ম্যাচে বাংলাদেশ ছিল দুর্দান্ত। তাই তো লেবানন ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে নিয়ে মালদ্বীপ ম্যাচে ভালো করার প্রত্যয় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার, ‘গতকালকের (বৃহস্পতিবার) অভিজ্ঞতা বলে, গতকাল আমরা আগের দিনের চেয়ে ভালো দল ছিলাম। লেবাননের বিপক্ষে ম্যাচ থেকে আমরা সেই বিষয়টা গ্রহণ করেছি। মালদ্বীপের বিপক্ষে এটা আমাদের আরও বেশি সুযোগ দিবে এবং জয়ের কাছাকাছি নেবে।’