জন্মদিন পর্যন্ত যে কারণে বাসায় থাকবেন পরীমনি
রাকিব হাসান
পরীমনির জন্মদিন আগামী ২৪শে অক্টোবর। এরপরই শুটিংয়ে ফিরবেন। এমনটাই জানালেন পরীমনি। কারাগার থেকে মুক্ত হওয়ার পর ‘স্বপ্নজাল’ খ্যাত এ নায়িকা জানান, তিনি শিল্পী। অভিনয়টাই পেশা। দ্রুতই কাজ শুরু করবেন।
অভিনয়ের জন্য চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে যাবেন চিত্রনায়িকা পরীমনি। প্রীতিলতা’ সিনেমার মাধ্যমে অক্টোবরের শেষ সপ্তাহে শুটিং শুরু করতে যাচ্ছেন। তবে তার আগে তিনি বাসাতেই থাকবেন।
পরীমনি। এখন জামিনে মুক্ত। আগেই জানা যায়, এই সময়ে তিনি চাইলে শুটিং করতে পারবেন। শুটিংয়ে ফেরার ইচ্ছে প্রকাশ করেন পরীমনি নিজেও।
সিনেমাটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। এই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতির দরকার আছে। তাই পরীমনিকে মানসিকভাবে প্রস্তুতির জন্য সময় দিচ্ছেন তারা।
গোলাম রাব্বানীর রচনায় ‘প্রীতিলতা’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। গত বছরের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হয়। রাজধানীর উত্তরা, তেজগাঁও ও পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম পর্যায়ের শুট হয়। সিনেমাটির প্রথম অংশের শুটিংয়ে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।
জানা গেছে, জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না পরীমনি। প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ে ফেরার।
জামিনে মুক্ত হয়ে আবারও ফেসবুকে সক্রিয় হয়েছেন পরীমনি। হুহু করে বাড়ছে তার অনুসারীর সংখ্যা। ৬ই সেপ্টেম্বর পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন।
এর আগে বাসা ছাড়ার নোটিশ পান পরীমনি। নোটিশ পাওয়ার পর ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন।
এদিকে, ঢালিউড নায়িকা পরীমনির পক্ষে আওয়াজ তুলেছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা। পরীমনিকে ভীষণ সাহসী উল্লেখ করে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে তার। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা রাখেন।’
তিনি আরও বলেন, ‘পরীমনি তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন। যা খুব সহজ নয়। যা করছেন বেশ করছেন তিনি।’