মাহির নতুন স্বামী সম্পর্কে যা জানা গেল
ওবায়দুল শেখ
চিত্রনায়িকা মাহিয়া মাহি। আবারও বিয়ে করেছন। জোর গুঞ্জন চলছে মিডিয়া পাড়ায়।
জাতীয় দৈনিক সমকাল নিজস্ব সুত্রের বরাতে বলছে, গাজীপুরের এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। ওই নেতার সঙ্গে মাহির গায়ে হলুদের পোশাকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘুরে বেড়াচ্ছে।
অপুর সঙ্গে বিচ্ছেদের পর পরই ওই নেতার সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন ওঠে। সে সময় এ খবরের বিপরীতে মাহি গণমাধ্যমকে বলেছিলেন, ‘না। বিয়ে হয়নি। তারা বন্ধু। শুধু বন্ধু নয়, তারা অনেক অনেক ভালো বন্ধু।’
সে গুঞ্জন এখন আরও ডালপালা গজিয়ে সামনে আসছে। এরই মধ্যে মাহিয়া মাহি আলোচনার জন্ম দিলেন ফেসবুকের এক স্ট্যাটাস দিয়ে। মাহিয়া মাহি জানান, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি।
কী সেই সারপ্রাইজ? সেটা স্পষ্ট করেননি মাহিয়া মাহি। তবে তার স্ট্যাটাস দেখে অনেকে ধরেই নিয়েছেন ‘গোপনে’ বিয়ে করেছেন তিনি। সেটাই প্রকাশ করবেন ওইদিন। তার মানে ১৩ সেপ্টেম্বর মাহি আরেকটি বিয়ের কথা জানাচ্ছেন? ভক্ত অনুসারীদের অনুমান, ওইদিন মাহির ‘সারপ্রাইজ’ মানে নতুন বিয়ে করার ঘোষণা।
জনপ্রিয় নায়িকা মাহিয়া মহির বিয়ে বিচ্ছেদ ও নতুন বিয়ে নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরে। ‘সারপ্রাইজ’ বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন বললে তা আর সারপ্রাইজ রইলো না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
মাহিয়া মাহি বিয়ে করেছেন- এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে। তবে ওইসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না মাহি। বিষয়টি নিয়ে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে জানান, বিয়ে করেননি। গুজব ছড়ানো হচ্ছে।
মাহিয়া মাহির জন্ম ১৯৯৩ সালের ২৭ অক্টোবর। চাপাইনবয়াবগঞ্জের এই মেয়ের পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। পিতা নাম আবু বকর। মায়ের নাম দিলারা ইয়াসমিন।
মাহিয়া মাহি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক শেষ করেন। ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক। সম্পন্ন করেন। বর্তমানে তিনি ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশুনা করছেন।