ইন্টেলের ২৫০০ কোটি ডলার বিনিয়োগ
সাদাকালো নিউজ
ইসরায়েলে নতুন কারখানা স্থাপনের জন্য রেকর্ড দুই হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে ইন্টেল। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, এটি ইসরায়েলে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় বিনিয়োগ।
২০২৭ সাল নাগাদ ইসরায়েলের কিরিয়াত গাতে কারখানা স্থাপন করবে এ মার্কিন প্রযুক্তি জায়ান্ট। ২০৩৫ সাল নাগাদ কার্যক্রম শুরু হবে।
দেশটির অর্থমন্ত্রী বেজালের স্মিতরিচ জানান, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ইন্টেলের কারখানায়। চুক্তির অধীনে কোম্পানিটি সাড়ে ৭ শতাংশ কর দেবে। আগে এর পরিমাণ ছিল ৫ শতাংশ।
ইন্টেল ওয়েবসাইটের তথ্যানুযায়ী, প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে ইসরায়েলে কার্যক্রম পরিচালনা করছে তারা। এর মাধ্যমে সেখানকার সবচেয়ে বড় বেসরকারি নিয়োগ প্রতিষ্ঠান, রফতানিকারক ও স্থানীয় পর্যায়ে অন্যতম বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছে।
২০১৭ সালে দেড় হাজার কোটি ডলারে ইসরায়েলভিত্তিক মোবাইলআই গ্লোবাল ইনকরপোরেশন কিনে নেয় ইন্টেল। যা উন্নত ড্রাইভার সহায়তা সিস্টেম নিয়ে গবেষণা ও বাজারজাত করে থাকে।
এক বিবৃতিতে ইন্টেল জানায়, বৈশ্বিক পর্যায়ে সাফল্য অর্জনের দিক থেকে ইসরায়েলের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্রিসভায় এ চুক্তিকে ‘ইসরায়েলের অর্থনীতির জন্য একটি অসাধারণ অর্জন’ হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু। আরো জানান, এই আড়াই হাজার কোটি ডলার তার দেশে আন্তর্জাতিক সংস্থার এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ।