ইউক্রেনের পালটা আক্রমণ, যা বললেন পুতিন
সাদাকালো নিউজ
ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, পাল্টা আক্রমণ করতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।
যুদ্ধ সংবাদদাতাদের এক সভায় বক্তৃতাকালে তিনি বলেন, ‘কিয়েভের ক্ষতি একটি বিপর্যয়জনক পর্যায়ে পৌঁছে গেছে।’
প্রমাণ না দিয়েই পুতিন বলেন, ‘ইউক্রেনের সেনারা ১৬০টির বেশি এবং রাশিয়া ৫৪টি ট্যাঙ্ক হারিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘ইউক্রেনের সেনাক্ষয় রাশিয়ার তুলনায় ১০ গুণ বেশি এবং কিয়েভ কোনো সেক্টরেই সফল হয়নি।’
পুতিনের মন্তব্য প্রত্যাখ্যান করে এক মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘মস্কোর মূল্যায়নকে গুরুত্বসহকারে নেওয়ার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কারণ পুতিনের দাবি সঠিক নয়।’
পুতিনের ওই দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও।
জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেন, ‘যুদ্ধ এখনও চলছে।’
প্রতিটি পদক্ষেপ এবং ইউক্রেনের প্রতি মিটার ভূমি রাশিয়ার দখলমুক্ত করার জন্য তিনি ইউক্রেনীয় সেনাদের ধন্যবাদ জানান।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি টেলিগ্রামে লিখেছেন, ‘কিছু সাফল্য এসেছে। আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছি।’
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বুধবার ঘোষণা করেছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে ৬৮০ সেনার মৃত্যু, আটটি ট্যাঙ্ক ও একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস।
জেলেনস্কিও বাখমুতে অগ্রগতি দাবি করে বলেন, কিয়েভের পাল্টা আক্রমণ প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পূর্ব দোনেৎস্ক ও দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে সামান্য অগ্রগতি হয়েছে।’
ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘এটি এখনও প্রাথমিক অবস্থা। রাশিয়ার সেনাদের প্রত্যাহারে অগ্রগতি হয়েছে।’
হোয়াইট হাউসের এক বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেন, ‘আমরা যা জানি তা হলো ইউক্রেনের সেনারা যত বেশি ভূমি মুক্ত করতে সক্ষম হবে, ততই আলোচনার টেবিলে বসতে রাজি হবে রাশিয়া।’
অন্যদিকে রাশিয়ার অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে ইউক্রেনের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে।
জেলেনস্কি মঙ্গলবার আবারও অস্ত্রের উপাদানগুলোর প্রবাহ বন্ধ করার জন্য মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।