সাদিয়া রায়েন হলেন ডাচ-বাংলার নতুন চেয়ারম্যান
সাদাকালো নিউজ
নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। ব্যাংকটির পর্ষদে সাদিয়া রায়েন আহমেদকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
সোমবার (১২ জুন) ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন সাদিয়া রায়েন।
ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ জুন) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
চেয়ারম্যান ছাড়াও ব্যাংকটির পর্ষদে ব্যবস্থাপনা পরিচালক মোট ছয় সদস্য রয়েছে। এর মধ্যে একজন শেয়ারহোল্ডার পরিচালক, দুইজন মনোনীত পরিচালক এবং দুইজন স্বতন্ত্র পরিচালক রয়েছেন।
২০২১ সালে তালিকাভুক্ত ব্যাংকটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
আগের বছর ২০২১ সালে সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৬৯ কোটি ৫৭ লাখ ৫০ হাজার। আজ সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫৯ টাকা ১০ পয়সায়।
জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা, যা আগের বছরে ছিল ৭ টাকা ৯৯ পয়সা। এছাড়া ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮৫ পয়সা।