যেভাবে ঢাকাই সিনেমার সবচেয়ে দামি নায়ক হয়ে ওঠেন সালমান শাহ্
রাকিব হাসান
ভেনি, ভিদি, ভিসি। এলেন, দেখলেন জয় করলেন। ঢাকাই সিনেমাতে একজন চিত্রনায়কের সাথেই এই কথাটি মানায়। সালমান শাহ্ বাংলাদেশের চলচ্চিত্রে সত্যিকার এক সুপারস্টার। মাত্র ৪ বছরের ক্যারিয়ার। অথচ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
তবে তারকা খ্যাতিটা যেন বেশিই আক্ষরিক অর্থে নিয়েছিলেন। তাইতো হয়ে গেলেন দূর আকাশের তাঁরা।
আজও সালমান শাহ্ বাংলা ছবির দর্শকের কাছে আবেগের নাম। রুপালি পর্দার ভালোবাসার রাজ্যে স্বপ্নের রাজকুমারের নাম। অনেক যুবকের বুকে হাহাকার হয় এই নায়ককে অকালে হারানোর বেদনায়। অনেক যুবতী আজও খুঁজে ফেরেন সালমানের মতো সপ্নের নায়ক।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে পরপারে চলে যান সালমান। তার মৃত্যুর পর ২৫ বছর কেটে গেছে। আজও ভক্ত হৃদয়ে বাস সালমান শাহের।
সালমান শাহের আসল নাম ইমন চৌধুরী। বলিউডের সালমান খানের সঙ্গে মিল রেখে তার চলচ্চিত্র নাম রাখা হয় সালমান শাহ।
তাঁর প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমায় চুক্তিব্ধ হন মাত্র ২৫ হাজার টাকায় । এরপর যতো জনপ্রিয় হয়েছেন, বেড়েছে তাঁর পারিশ্রমিক। শেষ দিকে এসে প্রতি সিনেমার জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন সালমান শাহ।
সালমানের শোবিজ জীবন শুরু র্যাম্প মডেল হিসেবে। সেই সুত্রেই একটি ফ্যাশন শো-তে অংশ নিতে গিয়ে পরিচয় সামিরার সঙ্গে। এরপর প্রেম-বিয়ে।
চলচ্চিত্রে আসার পথ এতোটা সহজ ছিল না সালমান শাহের জন্য। ১৯৯২ সালের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রের অভিনয়ের প্রস্তাব পান সালমান। একই বছরের তেসরা আগস্ট মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমার নায়ক হিসেবে যাত্রা শুরু করেন শালমান শাহ্। সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।’
প্রথম ছবিতে মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক নেন সালমান। সিনেমাটি জনপ্রিয়তা পায়। আর জুটি হিসেবে জনপ্রিয় হয় সালমান-মৌসুমী। রাতারাতি তারকা বনে যান সালমান মৌসুমি।
সালমান শাহ্ তার পারিশ্রমিক বাড়াতে থাকেন। শাবনূরের সঙ্গে ‘তুমি আমার’ ছবির জন্য প্রথমবারের মতো ১ লাখ টাকা পারিশ্রমিক নেন তিনি।
লম্বা একটা সময় পর্যন্ত সালমান মৌসুমি জুটিকে দেখেননি দর্শকরা। ‘দেনমোহর’ সিনেমায় আবারও দেখা মেলে এই জুটির।
এই সিএন্মার জন্য দেড় লাখ টাকা পারিশ্রমিক নেন সালমান। সালমানের সিনেমা মানেই তখন সুপার-ডুপার হিট। আর এই তারকার পারিশ্রমিকও বাড়তে থাকে দ্রুত গতিতে।
সবশেষ ছটকু আহমেদের ‘বুকের ভেতর আগুন’ সিনেমার জন্য দশ লাখ টাকা নেন সালমান। সেই সময় এই পারিশ্রমিকে সালমান হয়ে ওঠেন ঢাকাই সিনেমার সবচেয়ে দামি নায়ক।
আরও বেশ কিছু সিনেমা নিয়ে আলোচনা হচ্ছিলো। সেগুলোতে পারিশ্রমিক আরও বাড়তো সালমান শাহের। জুটি বাঁধার কথা ছিল নতুন মুখ পপির বিপরীতেও। কিন্তু হঠাৎ করেই সবকিছুর ঊর্ধ্বে চলে যান প্রজন্মের প্রিয় অভিনেতা, নায়ক সালমান শাহ্। তার পারিশ্রমিক এখন শুধুই ভক্তদের ভালোবাসা।