বিয়ে করে স্বামীকে নিয়ে হজে যাবেন আঁচল, ছাড়বেন সিনেমা
সাদাকালো নিউজ ডেস্ক
ঢাকার সিনেমা পাড়ায় কান পাতলেই একটা সময় শোনা যেতো, প্রেম করছেন চিত্রনায়িকা আঁচল। প্রেমিক চিত্রনায়ক সাঞ্জু জন। তবে সেই প্রেম নিয়ে মুখ খুলেননি দুজনের কেউই। সিনেমা পাড়ায় বেশ ভালো রটেছিলো তাদের প্রেমকাহিনী। দুজনে একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন।