বাংলাদেশ বিশ্বকাপ জিততে চায়: পোথাস
সাদাকালো নিউজ
ইংল্যান্ডে অ্যাওয়ে সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন সাউথ আফ্রিকান কোচ নিক পোথাস। তারই অধীনে ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে আফগানিস্তান সিরিজের প্রাক-প্রস্তুতি ক্যাম্প করেছে টাইগার শিবির।
সাকিব-তামিমদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশি দিনের না হলেও টাইগার ক্রিকেটকে বদলে দেওয়ার সুর এ প্রোটিয়া কোচের কণ্ঠে। যদিও দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরুর এ সহকারী।
আইরিশদের বিপক্ষে সিরিজ শেষে ঢাকায় ফিরেই অস্ট্রেলিয়ায় পাড়ি দেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কার্যত টাইগারদের কড়া হেডমাস্টারের অনুপস্থিতিতে পুরো ক্যাম্পের মূল হর্তা-কর্তা ছিলেন পোথাস। শান্ত-হৃদয়দের নতুন এ গুরুও বিভোর বিশ্বজয়ের স্বপ্নে।
বৃহস্পতিবার (১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে তার কাছে বিশ্ব আসরে টাইগারদের লক্ষ্য নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়েন এ প্রোটিয়া কোচ। তার প্রশ্ন, আপনি কি মনে করেন? এ সময় নিজের ভাবনার কথাও ব্যক্ত করেন সহকারী এ কোচ।
পোথাসের মন্তব্য, বাকি দলগুলো কীসের জন্য বিশ্বকাপে যায়? আমাদেরও কোনো ভিন্নতা নেই। ছেলেরা লক্ষ্যের প্রতি অবিচল। আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই। আমরা তা নিয়ে ভাবতে চাই না, যা নিয়ন্ত্রণের বাইরে। আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নেব এবং নিজেদের সেরাটা দেব।
প্রোটিয়া এ কোচের ভাষ্য অনুযায়ী বোঝার কোনো উপায়ই নেই যে মাত্র একটি সিরিজ আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। যদিও বাংলাদেশের ডাগ-আউটে পা রাখার আগেই সাকিব-তামিমদের সীমিত ওভারের ফরম্যাটে শক্তিমত্তার বিষয়ে অবগত আছেন তিনি, এটা একপ্রকার নিশ্চিত। আর তাই সব কিছু বিবেচনা করেই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি, এটাও বলাই যায়।
পোথাসের মন্তব্য, এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দৃষ্টিনন্দন পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ৬ থেকে ৮ মাস ধরে দারুণ খেলছে। এদের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর।
পোথাস আরও জানালেন, রাতারাতি দলকে সাফল্য এনে দেওয়া সম্ভব নয়। আমার কাছে জাদুর কাঠি আছে। সেটি দিয়েই বাংলাদেশকে বদলে দিতে চাই, মজা করছিলাম। আসলে রাতারাতি পরিবর্তন আনাটা সম্ভব নয়। ওদের দেখতে হবে, তবে উন্নতির এখনও অনেক জায়গা আছে।