‘ভারতের সাথে মুখ দেখা-দেখি বন্ধ করলে বন্ধ হয়ে যাবে ব্যবসা-বাণিজ্য’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ আর সামনের দিকে এগোতে পারবে না। এমনকি, দেশের সব ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান সম্পর্কের বিষয়ে আজ বুধবার (২৪ মে) রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ‘বারইয়ারহাট-হেয়াকো-রামগড়’ সড়ক প্রশস্তকরণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তারা হোস্টাইল করলে বাংলাদেশ আরও পিছিয়ে যেত। এখন দুদেশই উপকৃত।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, “বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দিচ্ছে না সরকার। একাত্তরে ভারতের সঙ্গে আমাদের রক্তের রাখি বন্ধন তৈরি হয়েছে। এই সম্পর্ক ৭৫ এর পরের ২১ বছরে শিথিল হয়েছে। এখনও কিছু সমস্যা বিদ্যমান থাকলেও ব্যবধান কমেছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে বিএনপির মৌন সম্মতি আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “এটা স্লিপ অফ টাং নয়। শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও ভালোভাবে নেননি। কিন্তু, বিএনপির কোনো দায়িত্বশীল নেতা এ পর্যন্ত ব্যবস্থা নেননি।”
নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থাকতে হবে। যারা নির্বাচন প্রতিরোধ করতে আসবে, তাদের প্রতিরোধ করতে হবে। উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কোন পরিস্থিতিতে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আর রাজনীতির একটা ভাষা আছে। রাজনৈতিকভাবে সেটা মোকাবিলা করবো। আমরা সহিংসতায় যাব না।”