স্বপ্নভঙ্গ হলো জায়েদ-নিপুণের!
সাদাকালো নিউজ
গেল ১৬ মে থেকে ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে চলছে ‘কান চলচ্চিত্রের ৭৬তম আসর’। এবারের আয়োজনে অংশ নিয়েছে বিশ্বের প্রায় ৭০টি দেশ। যেখানে নাম ছিলো বাংলাদেশেরও। প্রথমবারের মতো বিএফডিসির একটি বিশেষ দলের অংশ নেয়ার কথা ছিলো উৎসবে। কাটা হয়েছিলো টিকিটও। তবে যেতে পারছেন না তারা।
সরকারি আদেশ জটিলতা কাটিয়ে মঙ্গলবার ফ্রান্সে যাওয়ার কথা ছিলো প্রতিনিধি এই দলটির। সেই দলের তালিকায় নাম ছিলো চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তরের। কিন্তু সময় স্বল্পতার কারণে তাদের ভিসা দেয়নি ফরাসি দূতাবাস। ফলে পুরো টিমের সাথে স্বপ্নভঙ্গ হলো জায়েদ খান ও নিপুণেরও। এতে মার্শে দ্যু ফিল্মে স্টল বরাদ্দ থাকলেও তার আসনগুলো শূন্যই পড়ে থাকবে।
জানা গেছে, শুরুর দিকে প্রতিনিধি দলটিতে ২০ জনের নাম ছিলো। সেটা সংক্ষিপ্ত করতে গিয়েই লেগে যায় খানিকটা সময়। ফরাসি দূতাবাসে দেরিতে জমা পড়ে পাসপোর্ট। সময় স্বল্পতার কারণে তাদের ভিসা বাদ দেয় দূতাবাস।
এ বিষয়ে বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া জানান, স্টল বরাদ্দের দিন থেকেই চেষ্টা করা হচ্ছে উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রকে কিভাবে তুলে ধরা যায়। সবকিছু প্রস্তুত করা হয়েছিলো। কিন্তু আর হলো না। এটা আমাদের জন্য কষ্টের।
এর আগে গেল বছরের জানুয়ারিতে চিত্রনায়ক জায়েদ খান স্বপ্ন দেখেছিলেন টানা তৃতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসবেন। অন্যদিকে নিপুণের স্বপ্ন ছিল, প্রথমবারের মতো কোনো নারী তারকা হিসেবে তিনিই এই দায়িত্ব কাঁধে তুলে নেবেন।
শিল্পীদের ভোটে অবশ্য জায়েদেরই জয় হয়েছিলো। টানা তৃতীয়বারের মতো তিনিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে পরে বাতিল হয়ে যায় তার প্রার্থিতা। জয়ী ঘোষণা করা হয় নিপুণকে।
এরপর সেই চেয়ার নিয়ে অনেক জল ঘোলাও হয়। শেষপর্যন্ত উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে নিপুণের স্বপ্ন পূরণ হয়। স্বপ্নভঙ্গ হয় জায়েদের। তবে এবার একসঙ্গে দুজনের স্বপ্নই ভেঙে গেল। প্রথমবারের মতো যাওয়া হলো না কান উৎসবে।
১২ দিনের জমকালো এই কান উৎসবের পর্দা নামবে ২৭ মে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, আসছে বছর কানের সমুদ্র পাড়ে শুরু থেকেই উড়বে লাল সবুজের পতাকা।