যাদের সঙ্গে নোবেল ‘নষ্ট’ তাদের নাম পেয়েছে ডিবি!
সাদাকালো নিউজ
কণ্ঠশিল্পী নোবেলকাণ্ডে ফেঁসে যাচ্ছেন অনেক তারকা। পুলিশের জিজ্ঞাসাবাদে গায়ক মাইনুল আহসান নোবেল ওইসব তারকার নাম ফাঁস করে দিয়েছেন। ফলে তাদের ধরতে মাঠে নামছে গোয়েন্দা পুলিশ। না সেব্য পণ্য সেবন ও সরবরাহের সঙ্গে এসব তারকা জড়িত বলে ডিবি পুলিশকে তথ্য দিয়েছেন নোবেল।
নোবেলকে জিজ্ঞাসাবাদের পর ২১ মে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, গায়ক নোবেল যাদের কাছ থেকে না সেব্যপণ্য পেতেন তাদের ধরতে অভিযানে নামছেন তারা। এদের মধ্যে দেশের অনেক নামকরা তারকা রয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি ডিবিপ্রধান।
কণ্ঠশিল্পী নোবেল গান গেয়ে দুই বাংলায় প্রশংসিত হলেও বেশ কয়েকবছর ধরে সমালোচিত হচ্ছেন নিজের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। নতুন করে ফের তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ২০ মে গান না গেয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছেন এই গায়ক। তার বিরুদ্ধে রয়েছে আরও বিভিন্ন অভিযোগ।
প্রতারণার মোকদ্দমায় ধরা পরা এই গায়ককে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, মঞ্চে অসংলগ্ন আচরণের জন্য এখন অনুতপ্ত নোবেল। সঙ্গদোষে না সেব্য পণ্যে আসক্ত হয়েছেন তিনি। তবে এখন তা ছেড়ে দিতে চান। কাদের মাধ্যমে বিপথে গেছেন তাদের নামও জানিয়েছেন এই কণ্ঠশিল্পী। টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়া, স্ত্রীর গায়ে হাত তোলে বাসা থেকে বের করে দেয়াসহ সব অপরাধ স্বীকারও করেছেন নোবেল।
শরীয়তপুরের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রায় পৌনে দুই লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে ১৯ মে ঢাকার মতিঝিল থানায় মোকদ্দমা দায়ের হয় নোবেলের নামে। পুলিশ জানায়, মোকদ্দমাটি করেন সাফায়েত ইসলাম নামে এক ব্যক্তি। সেই মোকদ্দমায় ২০ মে ভোরে নোবেলকে ধরে গোয়েন্দা পুলিশ। এরপর আদালতের মাধ্যমে নোবেলকে একদিনের রিমান্ডে নেয়া হয়।
মোকদ্দমারে অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুর ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের পূণর্মিলনীর অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সাথে ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি করেছিলো আয়োজকরা। এরপর কয়েক দফায় নোবেলকে ১ লাখ ৭২ হাজার টাকাও দেয়া হয়েছিলো। এরপরও অনুষ্ঠানে যাননি নোবেল। এ কারণে অসস্তিতে পড়তে হয়েছিলো আয়োজকদের।
এ বিষয়ে বাদী সাফায়েত ইসলাম গণমাধ্যমকে জানান, নোবেল টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। হাজার হাজার দর্শকদের সামনে তাদের লাঞ্চিত করেছেন। এখন তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
এর আগে ২৬ এপ্রিল কুড়িগ্রামে এক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মঞ্চে অসংলগ্ন আচরণের কারণে দর্শকদের রোষের মুখে পড়েছিলেন নোবেল। এদিন ক্ষুব্ধ হয়ে তার দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন দর্শকরা। আর তাতে পন্ড হয়ে যায় ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।