সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি সম্পর্ক বাঁচিয়ে রাখার: জয়া
সাদাকালো নিউজ
২ জুন কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। খ্যাতিমান নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমায় জয়ার সঙ্গে আরও রয়েছেন, চূর্ণি গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেন।
‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি প্রাক্তন ও বর্তমানের, স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণের টানাপোড়েনের গল্প বলবে। সিনেমাটি নিয়ে কথা বলতে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান। সেখানেই সম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার।
জয়া বলেন, ‘বর্তমানে আমরা স্বামী-স্ত্রীদের মধ্যে যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়তো স্বামী বা স্ত্রী সম্পর্কের সমস্যাগুলোর কথা প্রকাশ্যে বলেন বলে আমরা জানতে পারি। সশরীরে হয়তো তাদের বিচ্ছেদটা আমরা দেখতে পারি।
‘বিভিন্ন সমস্যা, বনিবনা না হওয়া, এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়তো অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন, জীবনটা কাটিয়ে দিতেন। আমি স্বামী-স্ত্রীর সম্পর্কের বিষয়ে খুব একটা বিস্তারিত কিছু বলতে পারব না। তবে, আমার সঙ্গে সহজে কারও সম্পর্ক খারাপ হয় না। আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। অন্য তরফ থেকে যদি সম্পর্ক শেষ না করে দেয়া হয়, আমি সবসময় সম্পর্ক ভালো রাখাতেই বিশ্বাসী।’
তিনি আরও বলেন, ‘আমি চাই, সম্পর্ককে চিরজীবন লালন করতে। আমি সম্পর্কের মূল্যায়ন করতে জানি, বলা ভাল করতে চাই। ভুল বোঝাবুঝি তো থাকবেই। তবে আমি বিশ্বাস করি, কোনো মানুষকে ভালোবাসলে, তার খারাপটাকেও ভালোবাসব। কোনো মানুষের ভাল সময়ে পাশে থাকলে, খারাপ সময়ও থাকব, এটাই আমার বিশ্বাস।’
জয়া ব্যক্তিগত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তার প্রমাণ অবশ্য পাওয়া যায় অভিনেত্রীর প্রোফাইলে এক ঝলক চোখ রাখলেই। কখনও শুটিংয়ের ব্যস্ততায় পরিবারের সঙ্গে কাটানোর জন্য সময় কম পড়েছে? জয়া বলছেন, ‘হামেশাই হয়। কোনো নিমন্ত্রণে না যেতে পারলে ভীষণ মন খারাপ হয়।’
কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এর আগেও কাজ করেছেন জয়া। অভিনেত্রী বলেন, ‘কৌশিকদার লেখনীশক্তি অসাধারণ। চিত্রনাট্যের সঙ্গে যদি জীবনের মিল নাও থাকে, তাহলেও অভিনয় বেরিয়ে আসবেই। আর এত ভালো সহ অভিনেতা-অভিনেত্রী থাকলে এমনই অভিনয় ভাল হয়ে যায়।’