কে এই ডা. সাবরিনা?
সাদাকালো নিউজ ডেস্ক
প্রতারকেরা সুযোগ সন্ধানী হন। যখনই সুযোগ পান, কাজে লাগান। ঠিক সেরকমই একটা ঘটনা ঘটে ২০২০ সালে। দেশে করোনা চোখ রাঙাচ্ছে। নেই পর্যাপ্ত টেস্ট কিট। ঠিক এই সুযোগটাই নেয় জেকেজি হেলথ কেয়ার। টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া শুরু করে প্রতিস্থানটি। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরি করে হাতিয়ে নেয় প্রায় ৮ কোটি টাকা। আর এই প্রতারণার পেছনের মাস্টার মাইন্ড জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী এবং তার স্ত্রী ডা. সাবরিনা।