রিকশাওয়ালার গায়ে হাত তুলে ভাইরাল নারী আইনজীবী!
সাদাকালো নিউজ
যশোরে এক রিকশাচালকের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এক নারী আইনজীবীর বিরুদ্ধে। সম্প্রতি যশোর জেলা আদালতের সামনের সড়কে ঘটে এই ঘটনা। পথচারীরা ওই আইনজীবীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই চলছে আলোচনা-সমালোচনা।
৬ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরিহিত এক নারী আইনজীবী প্রেসক্লাবের সামনে রিকশাওয়ালার গায়ে হাত তুলেন। এসময় তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। রিকশার লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায় ওই আইনজীবীকে। রিকশাচালক দুই হাত তুলে ক্ষমা চাইলেও রেহাই পাননি।
রিকশাচালকের চেয়ে নারী আইনজীবী বয়সে ছোট হয়েও এমন কাণ্ড করাতে অবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, ওই নারী আইনজীবী জুতা হাতে রিকশাচালকের ওপর চড়াও হন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ক্ষান্ত হননি আইনজীবী। একপর্যায়ে এক নারী এগিয়ে আসলে রক্ষা পান রিকশাচালক।
রবিউল ইসলাম রবি নামে এক পথচারী জানান, আইনজীবীকে বারবার অনুরোধ করার পরেও তিনি কারও কথা শুনেননি। বৃদ্ধ এক রিকশাচালকের গায়ে হাত তোলার কাজটি তিনি মোটেও ঠিক করেননি। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া উচিত।
জানা গেছে, অভিযুক্ত ওই নারী আইনজীবীর নাম আরতি রাণী ঘোষ। তিনি শহরের আম্বিকা বসু লেনের প্রয়াত নীলরতন ঘোষের স্ত্রী। তার দাবি, সড়ক অতিক্রম করার সময় রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। পরে উত্তেজিত হয়ে রিকশাচালককে সামান্য প্রহার করেন।
এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে আরতি রানী বলেন, ‘ওকে কি পুঁজো করবো?’ আইনজীবীর দাবি, রিকশাচালকের গায়ে হাত তুলে তিনি সঠিক কাজ করেছেন। এদিকে এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর যশোর সিএমএইচের আইসিইউতে ভর্তি হয়েছেন ওই নারী আইনজীবী।
এদিকে আইনজীবী হয়ে সড়কের ওপরে এক রিকশাচালকের ওপর চড়াও হওয়ায় অবাক হয়েছেন খোদ আইনজীবীরাও। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ওই নারী আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইসহাক। আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেন তিনি।