হলিউড ছেড়ে স্পেনে চলে গেলেন অ্যাম্বার হার্ড
সাদাকালো নিউজ
হলিউড সিনেমার মাধ্যমে অ্যাম্বার হার্ডের তারকাখ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। এবার সেই ঝা-চকচকে দুনিয়ে ছেড়ে দিয়েছেন এ অভিনেত্রী। হলিউডের বেশকিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে গতকাল।
এমন খবরে নড়েচেড়ে বসেছেন অনেকেই। অবশ্য অ্যাম্বার হার্ড সাম্প্রতিক সময়ে যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে তার এমন সিদ্ধান্ত নেওয়াটাই স্বাভাবিক বলেন মনে করেন অনেকে। প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে মিথ্যা মামলা করে উল্টো নিজেই ফেঁসে গিয়েছেন অ্যাম্বার। সে জন্য একের পর এক সিনেমার অফার হারাতে থাকেন তিনি।
সর্বশেষ অ্যাকুয়াম্যান টু সিনেমা থেকেও তাকে বাদ দিতে চান ছবির নির্মাতা। অথচ ছবিটির প্রথম পর্বে তার সরব উপস্থিতি মুগ্ধ করেছিল ভক্তদের। তাই সব মিলিয়ে হলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে বেমানান মনে করছিলেন এ লাস্যময়ী অভিনেত্রী।
এদিকে অ্যাম্বারের কাছের এক বন্ধু ডেইলি মেইলকে জানিয়েছে, ‘অ্যাম্বার সবকিছু নিয়ে হাঁপিয়ে উঠেছে। তার বিরতি প্রয়োজন। তাই হলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন মেয়েকে নিয়ে স্পেনের মাদ্রিদে বসবাস করছেন অ্যাম্বার। তিনি আর কোনো দিন হলিউডে ফিরবেন কি না, তা জানা নেই।’
জানা গেছে অ্যাম্বার হার্ড তার ক্যালিফোর্নিয়ার বাড়িটি ১.১ মিলিয়ন ডলারে গত বছর বিক্রি করে দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী আম্বার হার্ড। এর পরই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করেন জনি। অভিনেতা মিথ্যা বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে বিস্তর কাদা ছোড়াছুড়ি দেখেন আদালত। উত্তাল ছিল দুপক্ষের অনুরাগী মহলও। তবে জনির আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে অ্যাম্বারের আনা গার্হস্থ্য হিংসার অভিযোগ ‘ধাপ্পাবাজি’ ছাড়া কিছুই নয়।
তবে জনির বিরুদ্ধে দায়ের পাল্টা মামলায় অ্যাম্বারকে ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৯১ লাখ টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিন দিন ধরে সাত সদস্যের জুরি প্রায় ১৩ ঘণ্টার ওপর আলোচনা করার পর এ সিদ্ধান্তে পৌঁছান।
তবে শুনানি চলাকালেই অ্যাম্বার হার্ডের আর্থিক সমস্যার কথা জানা গিয়েছিল। অভিনেত্রীর আইনজীবী বলেছিলেন, ‘না, হার্ড কোনোভাবেই ক্ষতিপূরণের অর্থ প্রদানে সক্ষম নন।’ এমনকি মামলার রায়ের পরিপ্রেক্ষিতে আদালতে হার্ড আবেদনের ইচ্ছা প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তার আইনজীবী এলানি ব্রেডহফট।
পরে অবশ্য দুই পক্ষ থেকেই মামলা তুলে নেওয়া হয়।