তীব্র জ্বরে ভুগছেন খালেদা জিয়া
সাদাকালো নিউজ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে দুটি ব্লক রয়েছে, পাশাপাশি তীব্র জ্বরে ভুগছেন তিনি। সে কারণে তাকে আরও দুদিন হাসপাতালে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার রাতে করা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পেলে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
এই বোর্ডের চিকিৎসকেরা জানান, মাত্রাতিরিক্ত জ্বরে ভুগছেন খালেদা জিয়া, কি কারণে তা হচ্ছে সেটি জানতে রিপোর্টের অপেক্ষায় আছেন তারা। এর মাধ্যমেই জানা যাবে নতুন করে অন্য কোন সমস্যা দেখা দিয়েছে কিনা।
সবশেষ ২৭ ফেব্রুয়ার এভারকেয়ার হাসপাতালে তার হার্টের একটি ব্লকে রিং পরানো হয়। এছাড়া আর্থ্রাইটিস-কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিকালে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে বিকেল সাড়ে পাঁচটায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হয়ে সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে রওনা হওয়ার সময় সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।