ভিকি-ক্যাটরিনার সংসারে ফাটল!
সাদাকালো নিউজ
বিয়ের পর প্রেম জানালা দিয়ে পালায়। এমন প্রবাদ অনেক আগে থেকে প্রচলিত। এবার দাম্পত্য জীবনের এক বছর যেতেই প্রবাদটি সত্যি হতে চলেছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ক্ষেত্রে। সেই সঙ্গে উঠেছে ভাঙনের সুর। সম্প্রতি এমন গুঞ্জন রটেছে বলিউডে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিয়ের পর থেকেই একে অন্যের গায়ে লেগে থাকতেন এই তারকা দম্পতি। দেশ-বিদেশে ভিকির বাহুলগ্না হয়ে ঘুরে বেড়াতে দেখা যেত ক্যাটকে। তবে সম্প্রতি দুজনকে আর একসঙ্গে দেখা যাচ্ছে না। ফলে তাদের সংসার ভেঙ্গে যাওয়ার সন্দেহ মাথায় নিয়ে ঘুরছেন অনেকে।
আরও জানা গেছে, প্রয়াত পামেলা চোপড়ার স্মরণসভায় এক সঙ্গে এসেছিলেন ক্যাটরিনা-ভিকি। কিন্তু ফেরার সময় ভিকিকে নাকি একা ফিরতে দেখা গেছে। ক্যাটরিনা সঙ্গে ছিলেন না। তাছাড়া দুজনের চোখেমুখেই নাকি ছিল অশান্তির ছাপ!
এছাড়া পাপারাজ্জিদের লেন্স বলছে, প্রার্থনা সভাতেও তারা নাকি আলাদা হেঁটে পৌঁছেছেন। ক্যাট নাকি ভিকিকে ছেড়ে বারবার এগিয়ে যাচ্ছিলেন। সাথে সাথে নেটিজেনরা অনুমান করে নেন, দম্পতির মধ্যে কিছু গোল বেঁধেছে। ফেরার পথে একা ভিকির মুখে নাকি রাগের ছাপ ছিলো স্পষ্ট।
এদিকে ঈদ পার্টিতেও ভিকিকে দেখা যায়নি। সেখানে একা ছিলেন ক্যাটরিনা। ফলে সব মিলিয়ে নেটাগরিকরা ধারণা করছেন, অশান্তি চলছে এই তারকা দম্পতির ঘরে। হয়তো খুব তাড়াতাড়ি দুজনের মধ্যে বিচ্ছেদও ঘটতে পারে।
তবে অনেকে অবশ্য এই ধারণাকে ভিত্তিহীন বলে মনে করছেন। তাদের ভাবনা, সবসময় গায়ে গায়ে লেগে থাকতে হবে কেন? সংসারে মান-অভিমান চলতেই পারে। তাছাড়া তারকাদের অনেক দায়িত্ব সামলাতে হয়। সেসব নিয়েও বাড়তি চাপ থাকতে পারে। সে কারণেই হয়তো আলাদা ছিলেন ভিকি-ক্যাট। তবে এ নিয়ে ভিক্যাট এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
দিন কয়েক আগে অস্ত্রোপচার করে নিজের নতুন লুক প্রকাশ্যে আনেন ক্যাটরিনা। আর এমন পরিবর্তন খুব ভালো কিছু নিয়ে আসেনি নায়িকার জন্য। ছবি প্রকাশ্যে আসার পরপরি অনুরাগীদের কটাক্ষের শিকার হতে হয়েছে ক্যাটরিনাকে।
গেল বছর ধুমধাম করে বিয়ে সারেন ক্যাটরিনা ও ভিকি। সালমান খানের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গুঞ্জন বলিউডে বহুল চর্চিত বিষয়। এরপর রণবীর কাপুরের সঙ্গেও তার লিভ-ইন চলে। তবে এক যুগ আগে প্রেমের ইতি ঘটলেও একসঙ্গে সিনেমা করে যাচ্ছেন সালমান-ক্যাটরিনা। চলতি বছর মুক্তি পেতে পারে তাদের টাইগার কিস্তির তিন পর্বের সিনেমা।